রোনালদোর রেকর্ড ছোঁয়া গোলে নাটকীয় জয় পর্তুগালের

১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৩ PM
ক্রিশ্চিয়ানো রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো © সংগৃহীত

নতুন দিন, নতুন ম্যাচ, নতুন নাটকীয়তা। তবে ক্রিশ্চিয়ানো রোনালদো যেন বড্ড চিরচেনা! ছন্দময় দ্যুতিতে গড়লেন আরও এক নতুন রেকর্ড। 

মঙ্গলবার রাতে পুসকাস অ্যারেনায় ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে নাটকীয়তার মুখোমুখি হতে হয় পতুর্গালকে। অবশ্য, শেষমেশ হাঙ্গেরির বিপক্ষে ৩-২ গোলে জিতেছে উয়েফা নেশন্স কাপ চ্যাম্পিয়নরা। 

এই জয়ের মধ্য দিয়ে রেকর্ডবুকে নাম লেখান রোনালদো। বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে যৌথ সর্বোচ্চ গোলদাতা পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী এই ফুটবলার।

এদিন ম্যাচের ৫৮তম মিনিটে স্পটকিকে গোল করেন ৪০ বছর বয়সী রোনালদো। বিশ্বকাপ বাছাইপর্বে এটি তার ৩৯তম গোল। এতে গুয়াতেমালার কার্লোস রুইসের সমতায় উঠলেন তিনি। এখানেই শেষ নয়, ২২৩ ম্যাচে জাতীয় দলের জার্সিতে তার ১৪১তম গোল এটি, যা পুরুষ ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ।

অবশ্য, ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল হাঙ্গেরি। ২১তম মিনিটে দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে দেন বারনাবাস ভার্গা। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি এই লিড। ৩৬তম মিনিটে পতুর্গিজদের সমতায় ফেরান ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার বার্নার্দো সিলভা।

দ্বিতীয়ার্ধে রোনালদোর গোলে সফরকারীরা লিড নিলেও ৮৪তম মিনিটে ফের সমতায় ফেরে হাঙ্গেরি। একটা সময় মনে হচ্ছিল, সমতায় থেকেই শেষ হতে যাচ্ছে ম্যাচটি। তবে একদম শেষদিকে অর্থাৎ ৮৬তম মিনিটে নাটকীয় এক গোলে পর্তুগিজ শিবিরকে উচ্ছ্বাসে ভাসান হোয়াও ক্যানসেলো।

এই জয়ে গ্রুপ ‘এফ’তে টানা দুই ম্যাচ জিতে ৬ পয়েন্টে শীর্ষে রবার্তো মার্টিনেজের দল। অন্যদিকে হাঙ্গেরি ১ পয়েন্ট নিয়ে আয়ারল্যান্ডের সঙ্গে তৃতীয়স্থানে, আর্মেনিয়ার সঙ্গে ২-১ গোলে হেরেছে তারা।

দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫