সবাই কথা বলবে, তারা পারবে না—এটা ন্যায়সংগত নয়: শবনম ফারিয়া

২৪ আগস্ট ২০২৫, ০৮:১১ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৮:৫৬ PM
শবনম ফারিয়া

শবনম ফারিয়া © ফাইল ছবি

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সম্প্রতি একটি গণমাধ্যমের শোতে মতপ্রকাশের স্বাধীনতা ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন। ফারিয়া বলেন, “আগের চেয়ে এখন মতপ্রকাশের স্বাধীনতা অনেক বেশি। তবে সবাই সেই স্বাধীনতা পাচ্ছে না। সবাই মতপ্রকাশের যদি স্বাধীনতা পায়, তাহলে যে সরকার (আওয়ামী লীগ) চলে গেল তাদেরও কথা বলতে দিতে হবে। সবাই কথা বলবে, কিন্তু তারা পারবে না—এটা তো ন্যায়সংগত নয়।”

দেশের সার্বিক পরিস্থিতি নিয়েও তিনি সরাসরি মন্তব্য করেছেন। শবনম ফারিয়া বলেন, “আমাদের দেশে যারাই ক্ষমতায় আসবে, তারাই চুরি করবে। আমি চাই, কেউ ক্ষমতায় এসে একটু রয়ে-সয়ে চুরি করুক। চুরি করবে না—এটা আমাদের দেশে সম্ভব নয়।”

অভিনেত্রী দেশে মব কালচারের প্রসঙ্গও তুলে ধরেন। তার ভাষ্য, “সরকারের অনেক কাজ আমি অ্যাপ্রিশিয়েট করি, আবার অনেক বিষয় করি না। তবে এই যে মব কালচার তৈরি হয়েছে, সরকার সেটা নিয়ন্ত্রণ করতে পারছে না। সরকারের ক্ষমতা নেই বলেই মনে হয়। যেমন—৩২ নম্বর বাড়ি ভাঙার সময় সরকার কোনো বাধাই দেয়নি। হয়তো দিয়েছে, তবে সেটা আমাদের চোখে আসেনি।”

শবনম ফারিয়ার এসব সরাসরি মন্তব্য সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে জনগণের দৃষ্টি আকর্ষণ করেছে এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নতুনভাবে আলোচনার সূত্রপাত করেছে।

 

চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বিপিএলের রেকর্ড বইয়ে পাকিস্তানি তারকা অলরাউন্ডার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আল্লাহর পরিকল্পনায় ধানের শীষের জোয়ারের বিপক্ষে লড়তে হচ্ছে: …
  • ২৯ ডিসেম্বর ২০২৫
গণতন্ত্র কোনো চূড়ান্ত গন্তব্য নয়, এটি একটি চলমান প্রক্রিয়া:…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সুপারিশের তিন মাসেও হয়নি গেজেট, পদায়নবঞ্চিত ৩৫০০ চিকিৎসক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জামায়াতের সঙ্গে যুক্ত হচ্ছে আরও একটি দল
  • ২৯ ডিসেম্বর ২০২৫