হারভেস্ট ইন্টারন্যাশনাল স্কুলে ‌‌‌‘স্পেলিং বি কম্পিটিশন’ আয়োজন

২৭ নভেম্বর ২০২৪, ০২:৫০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১৫ PM

© সংগৃহীত

ঢাকার উত্তরাস্থ হারভেস্ট ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজিত হলো বহুল প্রত্যাশিত ‘স্পেলিং বি কম্পিটিশন’, যেখানে অংশগ্রহণ করেছিল কিন্ডারগার্টেন গার্লস, কিন্ডারগার্টেন বয়েজ এবং গ্রেড ১-এর প্রতিভাবান ও উৎসাহী শিক্ষার্থীরা। 

গত রবিবার (২৪ নভেম্বর) সোনামণিদের প্রতিভা ও অর্জনগুলোকে দুর্দান্তভাবে উদ্‌যাপনের পাশাপাশি, আনন্দঘন এই আয়োজনে ভাষার প্রতি তাদের ভালোবাসা ও দক্ষতা বিকাশের উপর জোর দেওয়া হয়।

এই প্রতিযোগিতা ছিল আমাদের ছোট্ট পাখিদের বানান দক্ষতা প্রদর্শনের এক দারুণ সুযোগ, যা অনুষ্ঠিত হয় সহযোগিতামূলক ও বন্ধুত্বপূর্ণ একটি পরিবেশে।

আয়োজকরা জানিয়েছে, বিভিন্ন রাউন্ডে বিভক্ত প্রতিযোগিতায় প্রতিটি গ্রুপের শিক্ষার্থীরা শব্দের সঠিক বানান নিশ্চিত করে তাদের আত্মবিশ্বাস ও দক্ষতা প্রকাশ করে। অনেক শিক্ষার্থীর জন্যই এটি ছিল প্রথমবারের মতো এমন একটি মজাদার প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা। তাদের আনন্দমুখর সাড়া প্রদান ও দৃঢ় সংকল্প, উৎসাহ উদ্দীপনা আমাদের সকলকে মুগ্ধ করেছে। 

এই প্রতিযোগিতা শুধু সঠিক বানান শেখার মধ্যেই সীমাবদ্ধ ছিল না; এটি নতুন করে কিছু শেখা, বেড়ে ওঠা এবং পড়াশোনার প্রকৃত আনন্দ উদ্‌যাপনের একটি উপলক্ষও ছিল। পাশাপাশি এটি খেলাধুলার মানসিকতা গড়ে তুলতে সাহায্য করেছে, যেখানে শিক্ষার্থীরা একে অপরকে উৎসাহ দিয়েছে এবং তাদের সহপাঠীদের প্রচেষ্টা ও পরিশ্রমের প্রশংসা এবং সমর্থন করেছে।

আয়োজকরা আরও জানায়, এই বানান প্রতিযোগিতা পড়াশোনার প্রতি ভালোবাসা জাগানোর একটি মজাদার ও শিক্ষণীয় অভিজ্ঞতা হিসেবে সবাইকে অনুপ্রাণিত করেছে। এটি ছিল হারভেস্ট ইন্টারন্যাশনাল স্কুলের ইতিবাচক ও সমৃদ্ধ শিক্ষামূলক অভিজ্ঞতার ছোট্ট একটি উদাহরণ। আমাদের শিক্ষার্থীদের সঙ্গে এই বিশেষ দিনটি ভাগাভাগি করতে পেরে আমরা আনন্দিত আলহামদুলিল্লাহ।

জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হলেন মাহফুজ আলমের ভাই মাহবুব
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঋণখেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ দেওয়ার নির্দেশ: নির্ব…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ইনচার্জ নিয়োগ দেবে যমুনা গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
চাঁদাবাজবিরোধী মানববন্ধনে ‘বহিষ্কৃত’ যুবদল সাধারণ সম্পাদকের…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাকা-১৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ববি হাজ্জাজ
  • ২৯ ডিসেম্বর ২০২৫