জাবিপ্রবিতে ‘জুলাই স্মৃতি ২০২৪ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট’ আয়োজন

১৫ জুলাই ২০২৫, ০৪:৫২ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ১০:৫৪ PM
টুর্নামেন্টে সাতটি দল অংশগ্রহণ করবে

টুর্নামেন্টে সাতটি দল অংশগ্রহণ করবে © টিডিসি

জুলাই বিপ্লবের স্মরণে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবিতে) আয়োজন করা হয়েছে  ‘জুলাই স্মৃতি ২০২৪ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট’।

মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের লবিতে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

এবারের টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের সাতটি বিভাগ থেকে গঠিত সাতটি দল দুই গ্রুপ এ অংশ নিচ্ছে। যেখানে গ্রুপ ‘এ’তে ব্যবস্থাপনা, গণিত, ইইই এবং সিএসই বিভাগ অংশগ্রহণ করবে। গ্রুপ ‘বি’তে সমাজকর্ম, ফিশারিজ এবং ভূতত্ত্ব বিভাগ অংশ নেবে।

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই ক্রীড়া উৎসবের প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্রীড়া দপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) ড. সৈয়দ নাজমুল হুদা। এ ছাড়া প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ সাদীকুর রহমানসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টুর্নামেন্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে মুখোমুখি হয় ব্যবস্থাপনা বিভাগ ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ।

বিদ্রোহী প্রার্থী হওয়ায় জামায়াত নেতা বহিষ্কার
  • ৩০ ডিসেম্বর ২০২৫
ট্রান্সকম ইলেকট্রনিকস নিয়োগ দেবে ট্রেইনি সেলস এক্সিকিউটিভ, …
  • ৩০ ডিসেম্বর ২০২৫
পাঠ্যবইয়ে যুক্ত হলো শহীদ আনাসের চিঠি
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ স্থগিত
  • ৩০ ডিসেম্বর ২০২৫
নয়াপল্টনে নেতাকর্মীদের কান্না, চলছে কোরআন খতম; উড়ছে কালো পত…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
নেতানিয়াহুর সঙ্গে ‍বৈঠকের পর ইরানে হামলার হুমকি ট্রাম্পের, …
  • ৩০ ডিসেম্বর ২০২৫