পবিপ্রবিতে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের মানববন্ধন

১৭ নভেম্বর ২০২৫, ০৯:৪০ AM
আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের মানববন্ধন

আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের মানববন্ধন © সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি)  প্রশাসনিক ভবনের সামনে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন  নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে।

১৬ নভেম্বর (রবিবার) পবিপ্রবির বিভিন্ন শাখার কর্মচারীরা নবম পে স্কেল বাস্তবায়নে বিলম্ব ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তারা ১৫ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে বৈষম্য নিরসন করে নতুন পে স্কেল বাস্তবায়নের দাবি উত্থাপন করেন।

চএ বিষয়ে পবিপ্রবির কর্মচারী মো. আবু মুসা বলেন, ‘বাজারে সকল পণ্যের দাম যে হারে বৃদ্ধি পেয়েছে, সে হারে আমাদের বেতন–ভাতা বৃদ্ধি পায়নি। ফলে দিন দিন আমাদের অবস্থা আরও মানবেতর হয়ে যাচ্ছে।’

কর্মচারী ফেডারেশনের আরেক সদস্য মো. আলমগীর হোসেন আলম বলেন, ‘১০ম গ্রেড থেকে ১ম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের বেতন–ভাতা যেভাবে বৃদ্ধি করা হয়েছে, তার তুলনায় আমাদের বেতন বৃদ্ধির হার খুবই সামান্য। পরিবারের ভরণ–পোষণ নিয়েই আমাদের উদ্বিগ্ন থাকতে হয়।’

অফিস সহায়ক মোশাররফ হোসেন বলেন, ‘যেই বাজার থেকে ১ম থেকে ১০ম গ্রেডের কর্মকর্তারা বাজার করেন, সেই একই বাজার থেকে আমাদেরও বাজার করতে হয়। তাহলে আমাদের বেতনে এত বৈষম্য কেন? আমরা চাই এই সরকারের আমলেই বেতনবৈষম্য দূর করা হোক।’

মানববন্ধনে আরও বক্তারা দ্রুত সময়ের মধ্যে বিজয় দিবসের আগেই বৈষম্যহীন পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

 

জুলাই শহীদের মা-যোদ্ধাদের নিয়ে মনোনয়ন জমা দিলেন ডা. খালিদুজ…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ভাড়া বাসায় চলবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কার্যক্রম, ‘সং…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপির সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা মাওলানা ভাসানীর নাতির
  • ২৮ ডিসেম্বর ২০২৫
নির্বাচনে খালেদা জিয়ার আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত
  • ২৮ ডিসেম্বর ২০২৫
জেবুকে ঘিরে এত কৌতুহল দেখে আমি অবাক, মজাও পাচ্ছি: জাইমা
  • ২৮ ডিসেম্বর ২০২৫
জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন কাল, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৮ ডিসেম্বর ২০২৫