একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ ২৮ আগস্ট 

২৪ আগস্ট ২০২৫, ০৫:৩৭ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০১:০০ AM
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা © সংগৃহীত

আগামী বৃহস্পতিবার (২৮ আগস্ট) চলতি বছরের একাদশ শ্রেণির ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর মনোনীত শিক্ষার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে কলেজে ভর্তি সম্পন্ন করতে পারবেন।

রবিবার (২৪ আগস্ট) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার কলেজ পরিদর্শক প্রফেসর রিজাউল হক বলেন, দ্বিতীয় ধাপের ফল প্রকাশ হবে ২৮ তারিখ রাত ৮টায়। এ ধাপে সুযোগ পাবেন মূলত তারা, যারা প্রথম ধাপে কোনো কলেজে আবেদন করেননি অথবা আবেদন করেও মনোনয়ন পাননি কিংবা মনোনীত কলেজ বাতিল করেছেন। 

তিনি আরও বলেন, ঠিক কতজন শিক্ষার্থী সুযোগ পাবেন, তা এখনই বলা কঠিন। শেষ মুহূর্ত পর্যন্ত আবেদন বাড়তে থাকে। আমরা আগামীকাল সন্ধ্যা নাগাদ সঠিক চিত্রটা জানতে পারব।

জানা গেছে, এবারের ভর্তি প্রক্রিয়ায় প্রথম ধাপে কলেজে মনোনীত হয়নি ২৫ হাজার ৩৩ জন শিক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাই ৫ হাজার ৭৬৫ জন। বোর্ড বলছে, এটি আসন সংকটের কারণে নয়, বরং অনেক শিক্ষার্থী বাস্তবসম্মত সিদ্ধান্ত না নিয়ে কেবল জনপ্রিয় কলেজগুলোকে পছন্দের তালিকায় রেখেছিলেন। ফলে পর্যাপ্ত আসন থাকা সত্ত্বেও তারা বাদ পড়েছেন।

আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, প্রথম ধাপে আবেদন করেছিলেন ১০ লাখ ৭৭ হাজার ৫৮২ জন শিক্ষার্থী। এর মধ্যে ফি জমা দিয়ে আবেদন সম্পন্ন করেছেন ১০ লাখ ৪৭ হাজার ৯৬২ জন। তাদের মধ্যে প্রায় ৯৮ শতাংশ শিক্ষার্থী কলেজে মনোনীত হয়েছেন। সারাদেশের ৯৫ শতাংশ কলেজে শিক্ষার্থী মনোনীত হলেও ৫ শতাংশ কলেজে একজনও ভর্তি হয়নি। এমনকি ১০টি কলেজে কোনো আবেদন পড়েনি।

বোর্ড জানিয়েছে, দ্বিতীয় ধাপ শেষে ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর গ্রহণ করা হবে তৃতীয় ধাপের আবেদন। এরপর ৭ থেকে ১৪ সেপ্টেম্বর ভর্তি কার্যক্রম চূড়ান্তভাবে সম্পন্ন হবে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। 

দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫