কারিগরি শিক্ষকদের বদলি কার্যক্রম অনলাইনে পরিচালনায় টিম গঠন

২৫ আগস্ট ২০২৫, ০৩:০৭ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৯:৪০ PM
বাংলাদেশ সরকার

বাংলাদেশ সরকার © সংগৃহীত ও সম্পাদিত

বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক ও শিক্ষিকাদের বদলি কার্যক্রম স্বয়ংক্রিয় অনলাইন সফটওয়্যারের মাধ্যমে পরিচালনার জন্য পাঁচ সদস্যবিশিষ্ট একটি টিম গঠন করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও শাখা।

রবিবার (২৪ আগস্ট) এমপিও শাখার সহকারী পরিচালক-১১ মোঃ সাইফুল হক খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসনিক স্বচ্ছতা, দক্ষতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক জারিকৃত বদলি নীতিমালা-২০২৫ অনুযায়ী, বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক ও শিক্ষিকাদের বদলি কার্যক্রম একটি স্বয়ংক্রিয় অনলাইন সফটওয়্যারের মাধ্যমে পরিচালনার জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী নবগঠিত এ টিমে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা (আইসিটি সেল) শাকিলা রহমানকে আহ্বায়ক করা হয়েছে। টিমের অন্য সদস্যরা হলেন- জিহাদ হাসান ভুইয়া, সংযুক্ত কর্মকর্তা (ইএফটি সেল); মোঃ আলী ইসলাম সংযুক্ত কর্মকর্তা (আইসিটি সেল); মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া, সংযুক্ত কর্মকর্তা (ইএফটি সেল); মো: আব্দুল হাই, সংযুক্ত কর্মকর্তা (ইএফটি সেল)।

আরও পড়ুন: রাত ৯ টায় চিঠি পেয়েছি, দলের সিদ্ধান্ত মাথা পেতে নেব

বিজ্ঞপ্তিতে টিমের কার্যপরিধি সম্পর্কে বলা হয়, এই টিম বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক/শিক্ষিকার বদলি কার্যক্রম পরিচালনা করবে; প্রয়োজনে প্রতিষ্ঠান পর্যায়ে প্রশিক্ষণ/শিখন কার্যক্রম পরিচালনা এবং আঞ্চলিক কার্যালয়কে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিবে; বদলি কার্যক্রমে প্রতিষ্ঠান ও আঞ্চলিক কার্যালয়ের সাথে সমন্বয় ও কারিগরি সহায়তা প্রদান করবে; বদলি নীতিমালা-২০২৫ এর আলোকে SRS (Software Requirements Specification) এর সঠিকতা যাচাই করবে; এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত জনবলের তথ্য সংগ্রহ ও সঠিকতা যাচাই করতে হবে এবং NTRCA, TEMIS এবং সফটওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সাধন এবং প্রয়োজনে API করার যাবতীয় সমন্বয় সাধন করতে হবে।

 

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জবি শিবিরের দোয়া মাহফিল
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খেলাফত মসজিলের জন্য আরও এক আসন ছাড়ল জামায়াত
  • ৩০ ডিসেম্বর ২০২৫
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, কর্মস্থল ঢাকা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বিপিএলের পারফরম্যান্সে টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ রিপনের
  • ৩০ ডিসেম্বর ২০২৫
আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া দুই শিশুর দায়িত্ব নিলেন…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
কাল পে-কমিশনের সভা হচ্ছে কি?
  • ৩০ ডিসেম্বর ২০২৫