বেনাপোল ইমিগ্রেশন থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

২৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৯ PM
রাসেল পাঠান

রাসেল পাঠান © সংগৃহীত

ভারতে যাওয়ার পথে যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে গ্রেপ্তার হয়েছেন ময়মনসিংহ মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল পাঠান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ইমিগ্রেশন সূত্র জানায়, ভারত গমনের প্রক্রিয়ার সময় সিস্টেমে যাচাই করে দেখা যায়, রাসেল পাঠানের নাম কালো তালিকাভুক্ত। পরে তাকে তাৎক্ষণিকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরিচয় নিশ্চিত হলে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, রাসেল পাঠান ময়মনসিংহ সদর উপজেলার আব্দুর রাজ্জাক পাঠানের ছেলে। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ বলেন, সিস্টেমে রাসেল পাঠানের নাম কালো তালিকায় থাকায় তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা থানা পুলিশ গ্রহণ করবে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্টের পর ভারত পালানোর চেষ্টা করতে গিয়ে বেনাপোল ইমিগ্রেশন থেকে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ মোট ২২ জন গ্রেপ্তার হয়েছেন।

এদিকে স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে, সব অপরাধীর নাম এখনো ইমিগ্রেশনের তালিকায় অন্তর্ভুক্ত নয়। ফলে বিভিন্ন কৌশল অবলম্বন করে অনেক অভিযুক্ত দেশ ছাড়তে পারছে। একটি সংঘবদ্ধ চক্র মামলার আসামিদের ভারতে পালাতে সহায়তা করছে বলে অভিযোগ রয়েছে। ওই চক্রের সঙ্গে কাস্টমস ও ইমিগ্রেশনে অবস্থানরত কিছু বহিরাগত এনজিও সংশ্লিষ্ট ব্যক্তির সম্পৃক্ততার কথাও শোনা যাচ্ছে। যদিও অপরাধীরা মাঝেমধ্যে গ্রেপ্তার হলেও সহযোগী চক্রগুলো এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।

এনসিপি নেত্রী ডা. মিতু যে আসন থেকে নির্বাচন করছেন
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ইউক্রেন আলোচনায় অগ্রগতি, তবে এখনো কিছু জটিল ইস্যু আছে, বললে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
  • ২৯ ডিসেম্বর ২০২৫
হাদির আসনে নির্বাচন নিয়ে আম্মারের মন্তব্যের জবাব দিলেন মীর …
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এসকেএফ ফার্মাসিউটিক্যালসে চাকরি, আবেদন ৪ জানুয়ারি পর্যন্ত
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ওসমান হাদির আসনে প্রার্থী দেবে না ইনকিলাব মঞ্চ, কারণ জানালে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫