ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ২৭

২২ ডিসেম্বর ২০২৫, ০১:১১ PM
বিজিবির হাতে আটক সাতাশ

বিজিবির হাতে আটক সাতাশ © টিডিসি ফোটো

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে সাতাশ জন ব্যক্তিকে আটক করেছে ৫৯-বিজিবি মহানন্দা ব্যাটালিয়ন।সোমবার (২২ ডিসেম্বর) ভোররাতে ভোলাহাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে পাসপোর্ট ছাড়া বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদের আটক করা হয়। 

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হলে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যায়। পরে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ২৭ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে পুরুষ-০৮ জন নারী-১২ জন, শিশু-০৫ জন ও তৃতীয় লিঙ্গের-০২ জন রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে বিজিবি। বর্তমানে তাদের ঠিকানা, জাতীয় পরিচয়পত্র এবং বাংলাদেশী নাগরিকত্বসহ বিভিন্ন বিষয় নিশ্চিত করার লক্ষ্যে জিডির মাধ্যমে ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।

এনসিপি নেত্রী ডা. মিতু যে আসন থেকে নির্বাচন করছেন
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ইউক্রেন আলোচনায় অগ্রগতি, তবে এখনো কিছু জটিল ইস্যু আছে, বললে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
  • ২৯ ডিসেম্বর ২০২৫
হাদির আসনে নির্বাচন নিয়ে আম্মারের মন্তব্যের জবাব দিলেন মীর …
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এসকেএফ ফার্মাসিউটিক্যালসে চাকরি, আবেদন ৪ জানুয়ারি পর্যন্ত
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ওসমান হাদির আসনে প্রার্থী দেবে না ইনকিলাব মঞ্চ, কারণ জানালে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫