গাড়ি লক করে যুগ্মসচিবকে আটক— ৬ লাখ টাকা দাবি চালকের, অতঃপর...

১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৪ AM , আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৬ AM
গাড়িচালক আবদুল আওয়াল পাপ্পু

গাড়িচালক আবদুল আওয়াল পাপ্পু © সংগৃহীত

পরিকল্পনা কমিশনের যুগ্মসচিব মাসসুদা হোসেনকে সরকারি গাড়িতে আটকে রেখে ছয় লাখ টাকা দাবি করার অভিযোগে তার গাড়িচালক আবদুল আওয়াল পাপ্পুকে (৪০) আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি মনিরুল ইসলাম জানান, আবদুল আওয়াল পাপ্পু গত দুই মাস ধরে যুগ্মসচিব মাসসুদা হোসেনের সরকারি গাড়ির চালক হিসেবে কর্মরত ছিলেন। বুধবার সকাল সোয়া আটটার দিকে মাসসুদা হোসেন ধানমন্ডি থেকে পরিকল্পনা কমিশনের উদ্দেশে রওনা দেন। তবে চালক গাড়িটি সরাসরি পরিকল্পনা কমিশনে না নিয়ে রাজধানীর বিভিন্ন সড়কে ঘোরাতে থাকেন।

আরও পড়ুন: চবিতে দ্বন্দ্বে ব্যস্ত ছাত্রদল-শিবির, মাথাচাড়া দিচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ

এক পর্যায়ে মাসসুদা হোসেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করতে চাইলে চালক জোরপূর্বক তার মোবাইল ফোন কেড়ে নেন এবং গাড়ির দরজা লক করে দেন। পরে দুপুর ১২টার দিকে গাড়িটি পরিকল্পনা কমিশনের সামনে নিয়ে আসা হয়। সেখানে গাড়ি থামিয়ে চালক তার মায়ের চিকিৎসার কথা উল্লেখ করে যুগ্মসচিবের কাছে ছয় লাখ টাকা দাবি করেন।

মাসসুদা হোসেন মামলার আবেদনে উল্লেখ করেন, পরিস্থিতি সামাল দিতে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা দেওয়ার কথা বলে তিনি অফিসে প্রবেশ করেন। এরপর বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জানালে তারা এসে গাড়িচালক আবদুল আওয়াল পাপ্পুকে আটক করে থানায় নিয়ে যান।

এজাহারে তিনি আরও উল্লেখ করেন, পরিবারের সদস্যদের পরামর্শ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তিনি এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ করে এজাহার দায়ের করেছেন।

অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫