হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:২৫ AM
আওয়ামী লীগ নেতা আব্দুল করিম মেম্বার

আওয়ামী লীগ নেতা আব্দুল করিম মেম্বার © সংগৃহীত

কুমিল্লার দেবীদ্বারে গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে স্কুলছাত্র আবু বকরকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় আওয়ামী লীগ নেতা আব্দুল করিম মেম্বারকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আব্দুল করিম মেম্বার কুমিল্লার দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের বরকামতা গ্রামের স্বর্ণকার পাড়ার মৃত ফজর আলীর ছেলে। তিনি বরকামতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৫ ডিসেম্বর) ভোর রাতে স্থানীয়রা আব্দুল করিম মেম্বারকে নিজ বাড়িতে দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাদাত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন: হাদিকে গুলি: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

গ্রেপ্তারের পর সোমবার দুপুরে তাকে কুমিল্লা ৪ নম্বর আমলি আদালতে হাজির করা হলে আদালতের সিনিয়র বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেবীদ্বার নিউমার্কেট সংলগ্ন কলেজ রোডে স্কুলছাত্র আবু বকরকে (১৬) হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে আওয়ামী সন্ত্রাসীরা।

এ ঘটনায় আহত শিক্ষার্থী আবু বক্করের বাবা মো. আবুল খায়ের বাদী হয়ে কুমিল্লার আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ, তার ভাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মামুনুর রশিদসহ মোট ৭৩ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়। গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা আব্দুল করিম মেম্বার ওই মামলার অন্যতম আসামি।

এ বিষয়ে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক মো. শাদাত হোসেন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ অভিযান চালিয়ে আব্দুল করিম মেম্বারকে গ্রেপ্তার করে এবং আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ঘটনার ভিডিও ও স্থিরচিত্র দেখে স্থানীয়রা তাকে আবু বকর হত্যাচেষ্টা মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে শনাক্ত করেন।

ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫