গাজীপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৭ PM , আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৭ PM
টঙ্গী পূর্ব থানা

টঙ্গী পূর্ব থানা © সংগৃহীত

গাজীপুরের টঙ্গী পূর্ব থানার সোনালী কাবাক রোড এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার এসআই মোসাব্বির হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
 
এসআই মোসাব্বির হোসেন জানান, ওয়ারলেস বার্তার মাধ্যমে আশপাশের বিভিন্ন থানায় তথ্য পাঠানো হয়েছে। অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্তের সর্বোচ্চ চেষ্টা করছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিন-চার দিন ধরে তিনি অসুস্থ হয়ে রাস্তায় পড়ে ছিলেন। স্থানীয়দের মতে, যুবকের গ্রামের বাড়ি নরসিংদীর পাঁচদোনা এলাকায় হতে পারে।
 
পরিচয় নিশ্চিতের বিষয়ে এসআই মোসাব্বির বলেন, ‘আমরা সিআইডির বিশেষজ্ঞ টিমকে জানিয়েছি। তারা এসে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্তের কাজ শুরু করবেন। এরপর ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
 
স্থানীয়রা জানিয়েছেন, কয়েক দিন ধরেই ওই যুবককে অসুস্থ অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে। পুলিশ বলেছে, পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত থাকবে।

দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫