হাসিনার মামলার রায়কে ঘিরে ট্রাইব্যুনালের চারপাশে সর্বোচ্চ সতর্কতা

১৭ নভেম্বর ২০২৫, ০৮:০৫ AM
হাসিনার মামলার রায়কে ঘিরে ট্রাইব্যুনালের চারপাশে সর্বোচ্চ সতর্কতা

হাসিনার মামলার রায়কে ঘিরে ট্রাইব্যুনালের চারপাশে সর্বোচ্চ সতর্কতা © সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণার দিন আজ। এ রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সোমবার সকালে ট্রাইব্যুনাল চত্বর ও আশপাশে পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন হন। সুপ্রিম কোর্ট এলাকাজুড়ে চলছে কঠোর নজরদারি। মাজার গেটের সামনে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে। আদালতের ভেতর ও বাইরে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করেছে।

আজ চব্বিশের জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে এই ঐতিহাসিক রায় সরাসরি দেখার সুযোগ থাকবে সবার জন্য। সংস্কৃতি মন্ত্রণালয় ঢাকার বিভিন্ন স্থানে বড় পর্দায় বিচার প্রদর্শনের ব্যবস্থা করেছে।

ট্রাইব্যুনাল সংশ্লিষ্টরা জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধের এ মামলার রায় শোনার অপেক্ষায় রয়েছে গোটা জাতি। তাদের মতে, বিশ্বের বিভিন্ন দেশও এই রায়ের দিকে নজর রাখছে। তাই রায় সরাসরি সম্প্রচার করা হবে, যেন এই বিচার ভবিষ্যতের জন্য একটি উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হয়।

আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপিতে যোগদান সন্ধ্যায়, দুপুরে নেন ঢাকা-১২ থেকে গণঅধিকারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫