নাশকতা ঠেকাতে সতর্ক পুলিশ, আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

১২ নভেম্বর ২০২৫, ১০:২৪ PM , আপডেট: ১২ নভেম্বর ২০২৫, ১০:২৯ PM
গ্রেপ্তার ৫ নেতাকর্মী

গ্রেপ্তার ৫ নেতাকর্মী © সংগৃহীত ও সম্পাদিত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে কঠোর অবস্থানে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ। অনাকাঙ্ক্ষিত ঘটনা ও অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে জেলা জুড়ে শুরু হয়েছে অভিযান। গত দুদিনে জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ৫ জন হলেন জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের আবু তালেবের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. রাজিবুল ইসলাম জীবন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মৃত শাহাবুদ্দিনের ছেলে মেকাইল ইসলাম ও মৃত ইউনুস দেওয়ানের ছেলে আনসার আলী, শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের মৃত সহিমের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক কামাল উদ্দিন এবং নাচোল উপজেলার থানাপাড়া এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে ও নিষিদ্ধ ছাত্রলীগের নাচোল সরকারি কলেজ শাখার যুগ্ম সাধারন সম্পাদক সোহান আলী।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এএনএম ওয়াসিম ফিরোজ সাংবাদিকদের বলেন, মঙ্গলবার ও বুধবার জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানো হয়। এই সময় জেলার বিভিন্ন স্থান থেকে নাশকতার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এছাড়া জেলাজুড়ে অভিযান চলমান আছে বলেও জানান তিনি।

অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫