আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদ ও গণহত্যার বিচার নিশ্চিতের দাবি শহীদ পরিবার ও আহতদের

১২ নভেম্বর ২০২৫, ০৬:০৪ PM , আপডেট: ১২ নভেম্বর ২০২৫, ০৬:০৮ PM
মানববন্ধন

মানববন্ধন © সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার প্রতিবাদ ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিতে ঢাকার সাভারে মানববন্ধন করেছেন শহীদ পরিবারের সদস্য ও আহতরা। আজ বুধবার (১২ নভেম্বর) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ডেইরি গেটের সামনে এই মানববন্ধন আয়োজিত হয়। এতে সাভার ও আশুলিয়ার শহীদ পরিবারের সদস্যদের পাশাপাশি অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।

এ সময় বক্তারা বলেন, আওয়ামী সন্ত্রাসীরা আমাদের ভাই-বোন, সন্তানের রক্ত ঝরিয়েছে, সেই রক্তের দাগ এখনও শুকায়নি। অথচ তারা নাকি সারাদেশে লকডাউন দিবে, তাদের এমন দুঃসাহস নতুন বাংলাদেশের জন্য লজ্জার। এটা এই সরকারের চূড়ান্ত ব্যর্থতা।

মানববন্ধনে জুলাইয়ের সকল গণহত্যার বিচার নিশ্চিতসহ বিগত স্বৈরাচার সরকারের সকল অন্যায়ের বিচার নিশ্চিতের দাবি জানান তারা। এছাড়া দিল্লির সঙ্গে যোগসাজশে যেকোনো নাশকতা মোকাবিলায় প্রস্তুত আছেন বলেও জানান শহীদ পরিবারের সদস্যরা।

খালেদা জিয়া আর নেই
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন আজ, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫