নারীসহ আওয়ামী লীগের জেলা সভাপতি গ্রেপ্তার

১১ নভেম্বর ২০২৫, ০৮:২২ AM
ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন

ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন © সংগৃহীত

রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফরিদপুর জেলা ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন (৭২) এক নারীসহ গ্রেপ্তার হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন নিজ বাসা থেকে তাকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শামছুল আজম। তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিলটুলী এলাকার বাসা থেকে ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ বিশ্বাস বলেন, ‘সন্ধ্যায় ফারুক হোসেনকে আটক করা হয়েছে। তার ফ্ল্যাটে একজন নারীও উপস্থিত ছিলেন। জিজ্ঞাসাবাদের জন্য তাকেও হেফাজতে নেওয়া হয়েছে।’

পুলিশ সূত্রে জানা যায়, ফারুক হোসেনের নামে কোতোয়ালি থানায় বিস্ফোরক দ্রব্য আইনে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দুটি মামলা রয়েছে। বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটি করেছে পুলিশ। আরেকটি মামলা দায়ের করেন শহরতলির মামুদপুর এলাকার মুজাহিদ ইসলাম নামে এক ব্যক্তি।

আরও পড়ুন: ওসি সিরাজুল ইসলামের মৃত্যু

গত বছরের ১৫ অক্টোবর দায়ের করা মামলাটিতে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ ইশতিয়াক আরিফ, সহ-সভাপতি ফারুক হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১২৫ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত ৩০০ থেকে ৪০০ জনকেও আসামি করা হয়। মামলার অভিযোগে বলা হয়, বাদীর মেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ায় ৪ আগস্ট হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে বাদী সেখানে গেলে তাকেও মারধর করা হয় এবং আসামিরা তাকে মৃত ভেবে ফেলে রেখে যায়।

ফারুক হোসেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত বছরের ৫ আগস্টের পর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক আমেরিকায় অবস্থান করছেন বলে দলীয় সূত্রে জানা যায়। পরে ফারুক হোসেন নিজেই ফেসবুকে জানান, তাকে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

তবে দলীয় সূত্রে এ দায়িত্বের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে গত ২৮ অক্টোবর সভাপতি শামীম হক তার ফেসবুক আইডিতে লিখেছিলেন, ‘আমার নেত্রী যাকে দায়িত্ব দেবেন, আমরা সবাই তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। দলের এই দুর্দিনে আমরা সবাই সভাপতি, আমরা সবাই দলের জন্য কাজ করব।’

জানা গেছে, ফারুক হোসেন আগে কেন্দ্রীয় যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। তিনি ফরিদপুর শহরের হাবেলী গোপালপুর এলাকার মৃত মো. জাহিদ হোসেনের ছেলে।

অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫