কক্সবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৩

১০ নভেম্বর ২০২৫, ০৯:৩০ AM
ছাত্রলীগের মিছিল

ছাত্রলীগের মিছিল © সংগৃহীত ছবি

কক্সবাজার শহরের কলাতলী সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।   রবিবার (৯ নভেম্বর) দিনব্যাপী চালানো পৃথক অভিযানে তাদেরকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অলক। 

তিনি জানান, মিছিলে অংশ নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং প্রাথমিকভাবে শনাক্ত তিনজনকে আটক করা হয়েছে।

জানা গেছে, রবিবার (৯ নভেম্বর) দিনব্যাপী চালানো পৃথক অভিযানে কক্সবাজার পৌর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক হানিফ, ১২ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা শাকিল এবং সমিতিপাড়ার আওয়ামী লীগ নেতা মোস্তাককে আটক করা হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খান বলেন, 'ঘটনার পর ৩৮ জনকে আসামি করে মামলা নেওয়া হয়েছে। মামলায় একাধিক অজ্ঞাত আসামিও অন্তর্ভুক্ত রয়েছে।'

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে কলাতলীর ডিভাইন ইকো রিসোর্টের গলি থেকে প্রায় ৩০ থেকে ৪০ জনের একটি মিছিল বের হয়। মিছিলটি কলাতলী সড়ক প্রদক্ষিণ করে শহরের দিকে অগ্রসর হয়। অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে দলীয় পতাকা হাতে শহরের মূল সড়কে অবস্থান নেন।

নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী  বলেন, 'হঠাৎ দেখি একদল যুবক গলির ভেতর থেকে বের হয়ে আসে। তাদের হাতে ব্যানার, মুখে স্লোগান ও সবাই খুব উচ্ছ্বসিত ছিল।'

আরেক প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল চালক ইমরান হোসেন বলেন, 'মিছিলটি খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায়। হঠাৎ করে এসে হঠাৎ করেই সবাই বিছিন্ন হয়ে যায়।'

এদিকে, আটক তিনজনের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ দাবি করছেন তারা মিছিলে উপস্থিত ছিলেন না, আবার অন্যদের মতে, তাদের নেতৃত্বেই মিছিলটি অনুষ্ঠিত হয়।

দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫