র‍্যাব পরিচয়ে ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

৩০ অক্টোবর ২০২৫, ০৯:০৪ PM
ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং দাগনভূঞা শাখা

ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং দাগনভূঞা শাখা © টিডিসি

ফেনীর দাগনভূঞায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় ফেরার পথে র‍্যাব পরিচয়ে ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার মাতুভূঞা পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, ইসলামী ব্যাংকের বেকের বাজার এজেন্ট ব্যাংকিং শাখায় দায়িত্বরত ওয়াসিম উদ্দিন ও মকবুল আহম্মদ নামে দুজন ইসলামী ব্যাংক দাগনভূঞা শাখা থেকে ৮ লাখ টাকা নিয়ে সিএনজি অটোরিকশাযোগে তাদের নিজ কর্মস্থলে ফিরছিলেন। পথিমধ্যে ফেনী-নোয়াখালী মহাসড়কের মাতুভূঞা পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে র‍্যাব পরিচয়ে ৪-৫ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। একপর্যায়ে মারধর করে তাদের চোখ বেঁধে জোরপূর্বক প্রাইভেটকারে করে নোয়াখালীর সেনবাগের দিকে নিয়ে যায়। সেখানে সড়কের পাশে ফেলে দিয়ে চলে গেলে স্থানীয়রা তাদের উদ্ধার করেন।

ইসলামী ব্যাংকের বেকের বাজার শাখার এজেন্ট মহিউদ্দিন বলেন, ‘তাৎক্ষণিক খবর পেয়ে সেনবাগ গিয়ে দুজনকে নিয়ে আসি। ব্যাংকের জন্য দাগনভূঞা শাখা থেকে আনা ৮ লাখ টাকা ছাড়াও তারা কর্মচারী মকবুল আহম্মদের সঙ্গে থাকা সাড়ে ১৬ হাজার টাকা নিয়ে গেছে। এ বিষয়ে শুরু থেকেই পুলিশকে বিস্তারিত জানিয়েছি।’

এ ব্যাপারে দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনানুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় পাথরবাহী ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
আসন ৩০০, জোটের হিসাব-নিকাশে কোন দল কতটি আসনে মনোনয়ন জমা দিল?
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে পাবিপ্রবি প্রশাসনের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বিএনপি মহাসচিবের সম্পদ ৪ কোটি টাকার, বার্ষিক আয় ১১ লাখ
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে ইবির বিভিন্ন ছাত্র সংগঠনের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
এনসিপির প্রার্থী মাহমুদা মিতুকে হত্যার হুমকি
  • ৩০ ডিসেম্বর ২০২৫