যশোরে রান্নাঘর থেকে পিস্তল উদ্ধার, মালিক পলাতক

২৫ অক্টোবর ২০২৫, ১১:৩৮ PM
পিস্তল উদ্ধার

পিস্তল উদ্ধার © সংগৃহীত

যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে অভিযান চালিয়ে একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (তারিখ উল্লেখযোগ্য) সন্ধ্যা রাতে এ অভিযান চালানো হয়। এ ঘটনায় অভিযুক্ত শাকিল হোসেন পলাতক রয়েছেন। তিনি ওই গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।

এলাকাবাসীর অভিযোগ, শাকিল এলাকায় চুরি, ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। শাকিলের মা সখিনা বেগম জানান, ‘এক সপ্তাহ আগে আমার ছেলে রান্নাঘরে পিস্তলটি পুঁতে রাখে। আমি সেটা দেখলেও ভয়ে কাউকে কিছু বলিনি। শনিবার পুলিশ এসে তা উদ্ধার করে।’

আরও পড়ুন: স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি পদে সরকারি কর্মকর্তা কেন মানছে না বিএনপি?

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু হাসনাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে দৌলতদিহি গ্রামের একটি বাড়িতে অস্ত্র লুকানো রয়েছে। পরে অভিযান চালিয়ে রান্নাঘরের মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় একটি পিস্তল উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে তিনি নিজে উপস্থিত ছিলেন।

ওসি বলেন, ‘তাৎক্ষণিকভাবে পিস্তলটির ধরন নির্ণয় করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি বিদেশি পিস্তল হতে পারে।’

অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫