রাজধানী থেকে একদিনে আওয়ামী লীগের ১৩১ নেতাকর্মী গ্রেপ্তার

২১ অক্টোবর ২০২৫, ০৪:৪১ PM , আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ০৫:৫৫ PM
আওয়ামী লীগের লোগো

আওয়ামী লীগের লোগো © সংগৃহীত

রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২১ অক্টোবর) সারাদিনব্যাপী রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

ডিএমপির ক্রাইম কমান্ড এন্ড কন্ট্রোল বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সারাদিনব্যাপী রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মোট ১৩১ জন নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা পুলিশ। 

সূত্র আরও জানায়, এর মধ্যে উত্তরা পূর্ব থানা থেকে ৬ জন, উত্তরা পশ্চিম থানা থেকে ২ জন, গুলশান এলাকা থেকে ২৪ জন, খিলক্ষেত থানা থেকে ৪ জন, ক্যান্টনমেন্ট থানা থেকে ৩ জন, ধানমন্ডি থানা থেকে ৬ জন, নিউমার্কেট থানা থেকে ৬ জন, শাহবাগ থানা থেকে ৩ জন, মোহাম্মদপুর থানা থেকে ৮ জন, হাতিরঝিল থানা থেকে ১ জন, পল্টন থানা থেকে ৬ জন, মতিঝিল থানা থেকে ৪০ জন এবং ডিবি-ওয়ারী থেকে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫