শেখ হাসিনার সৈনিক বলে স্লোগান, গ্রেপ্তার ৩

১৮ অক্টোবর ২০২৫, ১০:১৫ AM , আপডেট: ১৮ অক্টোবর ২০২৫, ১০:২০ AM
আনোয়ারা থানা

আনোয়ারা থানা © টিডিসি ফটো

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গভীর রাতে আওয়ামী লীগের স্লোগান দেওয়ার অভিযোগে শুক্রবার রাতে তিনজনকে গ্রেপ্তার করেছে আনোয়ারা থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

ভাইরাল হওয়া ৪১ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজের সূত্র ধরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়, আব্দুল কাদের (৫০), আরিফ (২০) এবং আব্দুল খালেক (২৮) নামের ওই তিন ব্যক্তিকে। 

ভিডিওতে দেখা যায়, কয়েকজন লুঙ্গি পরিহিত ব্যক্তি রাতের অন্ধকারে রাজনৈতিক স্লোগান দেন, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার সৈনিক, শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে, বাংলাদেশে, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।’

গ্রেপ্তারকৃতদের জুঁইদণ্ডী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। পুলিশ জানায়, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে রাজনৈতিক উদ্বেগ ও আলোচনা সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে ভিডিওর সূত্র অনুসরণ করে বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, রাতের অন্ধকারে রাজনৈতিক স্লোগান দেওয়ার ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।ভিডিওটির সূত্র ধরে পুলিশ প্রাথমিকভাবে অভিযান পরিচালনা করেছে এবং ঘটনার তদন্ত চালিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫