ঢাকায় সড়কে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৫ AM
টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে যায়

টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে যায় © টিডিসি ফটো

রাজধানীর বংশালে নাজিরাবাজার এলাকায় সড়কে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে আমিন (৩০) নামে এক বাইসাইকেল আরোহী মারা গেছেন। সোমবার (২২ সেপ্টম্বর) সকাল সোয়া ৯টার দিকে নাজিরাবাজার চৌরাস্তা কাজী আলাউদ্দিন রোডে এ দুর্ঘটনা ঘটে। তিনি একটি বেকারিতে কাজ করতেন বলে জানা গেছে।

নিহত আমিনের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার টেলিসানি গ্রামে। তিনি হজারীবাগ বিজিবি এক নম্বর গেট এলাকায় থাকতেন। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, বাইসাইকেল নিয়ে সকালে কাজী আলাউদ্দিন রোড দিয়ে যাচ্ছিলেন আমিন। এ সময় তাকে হঠাৎ পানিতে পড়ে যেতে দেখে স্থানীয় লোকজন বিদ্যুতায়িত হওয়ার বিষয়টি বুঝতে পারেন। বাঁশ দিয়ে তাকে টেনে এনে হাসপাতালে নিলে তিনি মারা গেছেন বলে চিকিৎসক জানান।

আরও পড়ুন: টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে হাঁটুপানি, তীব্র ভোগান্তি নগরবাসীর

আমিনকে হাসপাতালে নিয়ে আসা পথচারী জিসান বলেন, হঠাৎ বাইসাইকেল নিয়ে পানিতে পড়ে যান আমিন। বিদ্যুতায়িত হওয়ার বিষয়টি বুঝতে পেরে কয়েকজনের সহায়তায় তাকে পানি থেকে বাঁশ দিয়ে টেনে আনি। সড়কে বিদ্যুতের খুঁটি রয়েছে। রাতে বৃষ্টিতে পানি জমে ছিল। ধারণা করা হচ্ছে, সাইকেল চালিয়ে যাওয়ার সময় তিনি বিদ্যুতায়িত হন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,  নাজিরাবাজার এলাকা থেকে যুবককে গুরুতর অবস্থায় পথচারীরা হাসপাতালে নিয়ে এলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।

খালেদা জিয়াকে দাফনের সম্ভাব্য স্থান জানালেন সালাহউদ্দিন
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক পালন করবে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্জন সড়কে কনকনে শীতে একে অন্যকে জড়িয়ে বসে ছিল শিশু দুটি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজা হতে পারে বুধবার, সম্ভাব্য স্থান নির্ধারণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসুতে ভোট দিতে লাইনে শিক্ষার্থীরা, জরুরি সিন্ডিকেট সভায় প্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫