নিখোঁজের দুই দিন পর কলেজছাত্রীর লাশ উদ্ধার

২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩১ PM
উদ্ধার করা হচ্ছে কলেজছাত্রীর লাশ

উদ্ধার করা হচ্ছে কলেজছাত্রীর লাশ © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের দুই দিন পর এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত কলেজছাত্রীর নাম ফারজানা আক্তার জুঁই (১৮)। তিনি উপজেলার ফতেহপুর ইউনিয়নের লাউর গ্রামের আবুল হাসনাতের মেয়ে। এ বছর তিনি এইচএসসি পাস করেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে তাহাজ্জুদ নামাজ আদায়ের জন্য ঘুম থেকে উঠে বাড়ি থেকে বের হন জুঁই। এরপর থেকে তার খোঁজ মেলেনি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি।দুই দিন পর শনিবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় কচুরিপানা তুলতে গিয়ে স্থানীয় এক ব্যক্তি ভাসমান অবস্থায় জুঁইয়ের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা গুঞ্জন চলছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে তেমন কোনো অভিযোগ না থাকলেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

খালেদা জিয়ার মৃত্যুতে বিএমইউ ভিসির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজা পড়াবেন কে, জানালেন মির্জা ফখরুল
  • ৩০ ডিসেম্বর ২০২৫
আপসহীন সংগ্রামের প্রতীক ছিলেন খালেদা জিয়া
  • ৩০ ডিসেম্বর ২০২৫
মাশরাফির চোখে খালেদা জিয়ার রাজনৈতিক লড়াই চিরস্মরণীয়
  • ৩০ ডিসেম্বর ২০২৫
স্থগিত জকসু নির্বাচন ৬ জানুয়ারিই হবে
  • ৩০ ডিসেম্বর ২০২৫
১৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শেষ হচ্ছে রাতে
  • ৩০ ডিসেম্বর ২০২৫