পীরের দরবার থেকে নারীর লাশ উদ্ধার

০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ AM
পীরের পরিত্যক্ত দরবার থেকে এক নারীর লাশ উদ্ধার

পীরের পরিত্যক্ত দরবার থেকে এক নারীর লাশ উদ্ধার © টিডিসি ফটো

শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের বদরুদ্দোজা হায়দার ওরফে দোজা পীরের পরিত্যক্ত দরবার থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রিনি বেগম নামের ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। মরদেহটি দরবারের মূল গেইটসংলগ্ন বহুতল ভবনের তৃতীয় তলায় পড়ে ছিল।

পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে দুর্গন্ধ ছড়ানোর খবর পাওয়ার পর তারা ঘটনাস্থলে গিয়ে বোরকা পরিহিত অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিক ধারণা, লাশটি অন্তত দুদিন ধরে সেখানে পড়ে থাকায় পচন ধরেছে।

নিহতের শ্বশুরবাড়ি সদর উপজেলার চরজঙ্গলদী এলাকায় এবং বাবার বাড়ি জামালপুর সদর উপজেলার বাউরামারীতে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় নয় মাস আগে ওই দরবারে স্থানীয় মুসল্লিদের হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এতে এক ব্যক্তি নিহত এবং কয়েকজন আহত হন। এ ঘটনায় একাধিক মামলা হলেও পরবর্তীতে উচ্চ পর্যায়ের মধ্যস্থতায় আপোষ মীমাংসা হয়েছে। তবে পীর ও তার অনুসারীরা আর দরবারে ফিরে আসেননি, যার ফলে এটি জনমানবশূন্য অবস্থায় পড়ে ছিল।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং বিষয়টি বিভিন্নভাবে তদন্ত করা হচ্ছে।’

ট্রান্সকম ইলেকট্রনিকস নিয়োগ দেবে ট্রেইনি সেলস এক্সিকিউটিভ, …
  • ৩০ ডিসেম্বর ২০২৫
পাঠ্যবইয়ে যুক্ত হলো শহীদ আনাসের চিঠি
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ স্থগিত
  • ৩০ ডিসেম্বর ২০২৫
নয়াপল্টনে নেতাকর্মীদের কান্না, চলছে কোরআন খতম; উড়ছে কালো পত…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
নেতানিয়াহুর সঙ্গে ‍বৈঠকের পর ইরানে হামলার হুমকি ট্রাম্পের, …
  • ৩০ ডিসেম্বর ২০২৫
স্ট্যান্ডার্ড ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা
  • ৩০ ডিসেম্বর ২০২৫