দুর্গম চরে শিশুর হাত-পা-মাথাবিহীন মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৫ AM , আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৮ AM
র্গম চরে শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

র্গম চরে শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার © টিডিসি ফটো

পটুয়াখালীর বাউফল উপজেলার নদী বেষ্টিত দুর্গম চর ব্যারেট এলাকা থেকে অজ্ঞাতপরিচয়ের এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শিশুটির মরদেহটি ছিলো হাত, পা ও মাথাবিহীন অবস্থায়। পাশেই পড়ে ছিল একটি নীল রঙের প্যান্ট। ধারণা করা হচ্ছে, শিশুটির বয়স আনুমানিক ৭ থেকে ৮ বছর।

শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ওই চরাঞ্চল থেকে মরদেহটি উদ্ধার করে কালাইয়া নৌফাঁড়ির পুলিশ সদস্যরা।

কালাইয়া নৌ-ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। দুর্গম ও জনবিচ্ছিন্ন হওয়ায় প্রথমে মরদেহটি স্পষ্টভাবে শনাক্ত করা কঠিন ছিল। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে নিশ্চিত হওয়া যায় এটি একটি শিশুর মরদেহ। মরদেহ কীভাবে সেখানে এসেছে, কিংবা এটি হত্যাকাণ্ড কি না—তা এখনো স্পষ্ট নয়। আশপাশের সব থানায় এ বিষয়ে রিপোর্ট পাঠানো হয়েছে।

আরও পড়ুন: এবার ডাকসুর ভোট চাইতে ঢাবি শিক্ষার্থীর নানির বাড়িতে বেরোবি ছাত্রদলের আহ্বায়ক

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন হয়েছে এবং একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

শিশুটির পরিচয় বা মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে। এমন একটি হৃদয়বিদারক ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্কও লক্ষ্য করা গেছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

খালেদা জিয়ার মৃত্যুতে গণশিক্ষা উপদেষ্টার শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
শোক জানিয়ে খালেদা জিয়াকে নিয়ে আজহারীর পোস্ট
  • ৩০ ডিসেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক, জাবিতে সকল ক্লাস ও পরীক্ষা …
  • ৩০ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণে ফের সিন্ডিকেট সভা শুরু
  • ৩০ ডিসেম্বর ২০২৫
এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবে…
  • ৩০ ডিসেম্বর ২০২৫