এএসপি’র বাসায় চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে যুবলীগের নেতা গ্রেপ্তার

২২ আগস্ট ২০২৫, ০৭:১৬ AM , আপডেট: ২২ আগস্ট ২০২৫, ০১:৫৯ PM
যুবলীগ নেতা কাবিল মৃধা গ্রেপ্তার

যুবলীগ নেতা কাবিল মৃধা গ্রেপ্তার © সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে মদ্যপ অবস্থায় সহকারী পুলিশ সুপারের (এএসপি) বাসায় গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি ও আসবাবপত্র ভাঙচুরের অভিযোগে স্থানীয় যুবলীগ নেতা কাবিল মৃধাকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত ৯টার দিকে বাউফল থানা পুলিশ তাকে ঘটনাস্থল থেকেই আটক করে।

আটক কাবিল মৃধা নওমালা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি এবং উপজেলার বটকাজল গ্রামের মৃত রুস্তম আলী মৃধার ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং এলাকায় সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজের ঘনিষ্ঠ সন্ত্রাসী হিসেবে পরিচিত।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় কাবিল মৃধা একটি ছুরি হাতে সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শফিকুল ইসলামের বাসায় যান। সেখানে উপস্থিত এএসপি’র বাবা আব্দুল মোতালেবের কাছে তিনি দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে তিনি বাসার আসবাবপত্র ভাঙচুর শুরু করেন।

এ সময় স্থানীয়রা তার তাণ্ডব থামিয়ে তাকে আটক করে রাখে এবং পুলিশকে খবর দেয়। পরে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার জানান, চাঁদাবাজির অভিযোগে কাবিল মৃধাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫