বাউফলে ডেকে নিয়ে লঞ্চ মালিককে পেটানোর অভিযোগ

১৭ আগস্ট ২০২৫, ০৮:৩৯ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৩৬ PM
মারধরের শিকার লঞ্চ মালিক মীর হোসেন গাজী

মারধরের শিকার লঞ্চ মালিক মীর হোসেন গাজী © টিডিসি

পটুয়াখালীর বাউফলে মুঠোফোনে কল দিয়ে ডেকে নিয়ে মীর হোসেন গাজী (৪৩) নামের এক লঞ্চ মালিককে পেটানোর অভিযোগ উঠেছে। শনিবার (১৬ আগস্ট) বিকেলে কালাইয়া ইউনিয়নের শহিদুল মেম্বারের মাছের গদিতে এ ঘটনা ঘটে।

হামলার ঘটনায় ভুক্তভোগীর মাথায় কাটা আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কালাইয়া থেকে ভোলার নাজিরপুর লঞ্চঘাটে চলাচল করা এম এল সুপ্তি-১ নামক লঞ্চের যৌথ মালিক ছিলেন মীর হোসেন গাজী ও একই এলাকার মীর হোসাইন জোমাদ্দার। প্রায় দুই বছর আগে সালিশ বৈঠকের মাধ্যমে জোমাদ্দার তার অংশ ছেড়ে দেন এবং গাজী একক মালিকানা পান।

ভুক্তভোগী মীর হোসেন গাজীর অভিযোগ, শনিবার বিকেলে ফোন করে তাকে শহিদুল মেম্বারের মাছের গদিতে ডাকা হয়। সেখানে দুই বছর আগের সালিশের দায়িত্বপ্রাপ্ত কয়েকজন প্রভাবশালী ব্যক্তি নতুন করে দেড় লাখ টাকা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে উপস্থিত চার-পাঁচজন মিলে তার ওপর অতর্কিত হামলা চালান। হামলার সময় তার সাবেক পার্টনার মীর হোসাইন জোমাদ্দারও সেখানে ছিলেন।

তবে অভিযোগ অস্বীকার করে মীর হোসাইন জোমাদ্দার বলেন, তার সঙ্গে আমার লেনদেন অনেক আগেই শেষ হয়েছে। হামলার ঘটনাটি সম্পর্কে আমি কিছুই জানি না।

বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে। তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এনসিপি নেত্রী ডা. মিতু যে আসন থেকে নির্বাচন করছেন
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ইউক্রেন আলোচনায় অগ্রগতি, তবে এখনো কিছু জটিল ইস্যু আছে, বললে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
  • ২৯ ডিসেম্বর ২০২৫
হাদির আসনে নির্বাচন নিয়ে আম্মারের মন্তব্যের জবাব দিলেন মীর …
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এসকেএফ ফার্মাসিউটিক্যালসে চাকরি, আবেদন ৪ জানুয়ারি পর্যন্ত
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ওসমান হাদির আসনে প্রার্থী দেবে না ইনকিলাব মঞ্চ, কারণ জানালে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫