গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার নতুন মোড়

০৮ আগস্ট ২০২৫, ০২:১৩ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ০২:৫৮ PM
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ও সিসি ক্যামেরায় ফুটেজে ধরা পড়া দুর্বৃত্তরা

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ও সিসি ক্যামেরায় ফুটেজে ধরা পড়া দুর্বৃত্তরা © সংগৃহীত

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় নতুন তথ্য উঠে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল, চাঁদাবাজির খবর প্রকাশের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পেছনে রয়েছে নারী-সংক্রান্ত একটি ঘটনা।
 
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় এক নারীকে মারধরের ঘটনা মোবাইলে ভিডিও করছিলেন সাংবাদিক তুহিন। এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা তাকে ভিডিও মুছে ফেলতে বলে। তুহিন ঘটনাস্থল থেকে সরে গেলেও হামলাকারীরা তাকে অনুসরণ করে। একপর্যায়ে কাছের একটি চায়ের দোকানে তুহিন বসে থাকাকালে সেখানেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে হামলাকারীরা পালিয়ে যায়।
 
পুলিশ জানায়, হামলাকারীদের সিসিটিভি ফুটেজ থেকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: ৩৩ বছরেই রাষ্ট্রদূত, প্রশংসায় ভাসছেন ঢাবির সাবেক ছাত্র নাজমুল

নিহত তুহিনের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। জুমার নামাজের পর জানাজা শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
 
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন প্রতিদিনের কাগজ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। তার এ নির্মম হত্যাকাণ্ডে গাজীপুরসহ দেশের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫