কোচিংয়ের লাইভ ক্লাসে অশ্লীলতা, স্যোশাল মিডিয়ায় ছড়ানো ভিডিওতে তোলপাড়

০৯ জুলাই ২০২৫, ০৪:৩৮ PM , আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৪:৪২ PM
ভিডিও থেকে স্কীনশর্ট ও প্রতিষ্ঠানটির লোগো

ভিডিও থেকে স্কীনশর্ট ও প্রতিষ্ঠানটির লোগো © টিডিসি সম্পাদিত

বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রস্তুতির সহায়ক হিসেবে পরিচিত অনলাইন কোচিং প্রতিষ্ঠান ‘অন্বেষণ’ এবার শিক্ষার পরিবেশে অশ্লীলতার অভিযোগে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের কলা, আইন, সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয় এ কোচিং প্ল্যাটফর্ম সম্প্রতি নিজেদের একটি লাইভ ক্লাসের অশালীন ভিডিও প্রকাশ করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে।

ভাইরাল হওয়া ভিডিওটি প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল থেকে পাওয়া গেছে। ওই ভিডিওতে প্রতিষ্ঠানটির হিসাববিজ্ঞানের এক পুরুষ ও নারী শিক্ষককে লাইভ ক্লাস চলাকালীন অশালীন ভঙ্গিতে চুমু খেতে দেখা যায়। ভিডিওতে তাদের অঙ্গভঙ্গি এবং আচরণ স্পষ্টভাবেই শিক্ষার পরিবেশকে কলুষিত করেছে বলে মন্তব্য করছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।

এই বিষয়ে জানতে চাইলে ভিডিওটির সত্যতা নিশ্চিত করে প্রতিষ্ঠানটির দুই মালিক আকাশ ও অর্ক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমাদের হিসাববিজ্ঞানের দুইজন শিক্ষক সম্প্রতি এই অনভিপ্রেত কাজটি করেছেন। এতে আমরা অত্যন্ত লজ্জিত ও দুঃখিত। আমাদের ইউটিউব ও ফেসবুক পেইজের এক্সেস আমরা শিক্ষকদের দিয়েছিলাম, কিন্তু তারা যে এমন অপেশাদার আচরণ করবেন, তা কল্পনাও করিনি। আমরা এই ঘটনার জন্য আমাদের শিক্ষার্থীসহ সকলের কাছে ক্ষমাপ্রার্থী।’

তবে এই ঘটনার পেছনে ‘উদ্দেশ্যমূলক মার্কেটিং’ ছিল বলে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই। ইফতেখার উদ্দিন নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মন্তব্য করেছেন, ‘এটা ১০০% মার্কেটিং। এমনটা বিশ্বাসযোগ্য নয় যে, দুই শিক্ষক লাইভে এমন কিছু করছেন অথচ কর্তৃপক্ষ জানে না। লাইভ ক্লাসে তো চ্যাট অপশন থাকে, ক্লাস চলাকালীন এমন ঘটনা ঘটছে, আর কর্তৃপক্ষ নাকি কিছুই জানে না— এটা বিশ্বাস করা কঠিন। ক্লাসের মাঝপথে এই ঘটনা ঘটেছে, তার মানে তারা আগে থেকেই ক্লাসে ছিলেন। আপনি যদি নিজের প্রতিষ্ঠান সম্পর্কে নিশ্চিত না থাকেন, তাহলে আপনারা কীভাবে শিক্ষাদান চালাচ্ছেন? আজকাল দুনিয়াতে ‘ব্যাড মার্কেটিং ইজ গুড মার্কেটিং’— এই নীতিই যেন প্রচলিত হয়ে গেছে।’

এদিকে বিষয়টি পরিষ্কার করে নিজেদের ফেসবুক পেজে বিবৃতি দিয়েছে প্রতিষ্ঠানটি। ‘অন্বেষণ কেন্দ্রিক একটি বিব্রতকর ঘটনা ঘটেছে। এটা নিয়ে আমাদের দুইজনের কিছু গুরুত্বপূর্ণ কথা’ শিরোনামে ওই বিবৃতিতে লিখেছে, অন্বেষণ আর্টস কেন্দ্রিক একটি প্রতিষ্ঠান হলেও, শিক্ষার্থীদের সাপোর্টের কথা ভেবে আমরা কমার্সের কিছু ক্লাস আয়োজন করতে চেয়েছিলাম। সেখান থেকেই হিসাববিজ্ঞানের ২ জন শিক্ষকের সাথে পরিচয়। উনাদেরকে আমাদের পেইজ ও ইউটিউবের এক্সেস দিই । উনারা নিজেরাই স্টুডিও ম্যানেজ করে ক্লাসটি নেন। সেখানে আমরা কেউই উপস্থিত ছিলাম না ।

অন্বেষণ এর সাথে উনাদের সম্পর্ক খুবই অল্পদিনের। উনাদের এই অপেশাদার আচরণে আমরা খুবই বিব্রত। কিন্তু এ ঘটনায় আমাদের কিছু করার ছিলো না। যেহেতু আমাদের প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেল থেকেই ঘটনা টি ঘটেছে, আমরা খুবই লজ্জিত ও দুঃখিত। তবে, এই দুর্যোগের সময় আমরা আপনাদের সাপোর্ট চাই। আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করে যেতে চাই। পেশাদারিত্বের দৃষ্টিকোণ থেকে আমাদের যা যা করা প্রয়োজন ছিল আমরা করেছি। আমরা উক্ত ইন্সট্রাক্টরদের Onneshon-এর সকল কার্যক্রম থেকে Permanently অব্যাহতি দিয়েছি । তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ থাকবে না ।

আমরা আসলে শিক্ষার্থীদের জন্য কতটুকু পরিশ্রম করছি সেটা তোমরা নিজেরাই দেখেছো আমরা কখনোই আমাদের প্ল্যাটফর্মের এরকম ক্ষতি হোক এটা চাইব না । শিক্ষার্থী ও সকলের কাছে আমরা অন্বেষণ পরিবার ক্ষমা চাচ্ছি। আপনারা কেউ আমাদের ভুল বুঝবেন না দয়া করে। অন্বেষণ যেভাবে HSC শিক্ষার্থীদের সাপোর্ট দিয়ে যাচ্ছিলো সেটাও অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫