বিসিবির কোচিং প্যানেলে যোগ দিলেন সাবেক ক্রিকেটার

০৩ জুলাই ২০২৫, ০৫:৪৩ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:৩৪ PM
মোহাম্মদ নাজিমউদ্দিন

মোহাম্মদ নাজিমউদ্দিন © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোচিং প্যানেলে এবার যুক্ত হলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ নাজিমউদ্দিন। গত কয়েক বছর ধরেই কোচিংয়ে জড়িত সবশেষ ২০১২ সালে লাল-সবুজের জার্সিতে খেলা এই ডানহাতি ব্যাটার। চট্টগ্রাম বিভাগের হয়ে বয়সভিত্তিক দলে কাজ করবেন তিনি। বৃহস্পতিবার (৩ জুলাই) চিঠিও হাতে পেয়েছেন তিনি।

সাবেক এই ক্রিকেটার জানান, 'হ্যাঁ কোচ হিসেবে জয়েন করেছি, চট্টগ্রাম বিভাগের বয়সভিত্তিক দলের। যখন কন্ডিশনিং ক্যাম্প বা অন্য কিছু হবে, তখন সেখানে কাজ করব। চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা রয়েছে অর্ধেক আমি এবং অর্ধেক মুমিন (ভাই) করবেন।'

কাজের পরিধি নিয়ে তার ভাষ্য, 'এখন দেখি আমাদের কাজ থাকবে অনূর্ধ্ব-১৪, অনুর্ধ্ব-১৬ ক্রিকেটারদের বাছাই করা। আমার অধীনে যে জেলাগুলো থাকবে, সেখানে আমি প্রধান কোচ থাকব। নোবেলের (ভাই) জায়গায় মূলত আমি জয়েন করেছি।'

নাজিমউদ্দিন জানান, 'হ্যাঁ অবশ্যই বিসিবিতে কাজ করার লক্ষ্য তো প্রত্যেকটা কোচের থাকে। আমারও তেমনটাই ছিল, দেশের জন্য কাজ করবো। বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করব। আমি একজন সাবেক ক্রিকেটার এখন কোচিংয়ে জয়েন করেছি। চেষ্টা করব, নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর।'

নিজের কাজে সৎ থাকার বিষয় নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে চান না নাজিমউদ্দিন। তার মতে, 'রুট লেভেলে যারা থাকবে, তাদের নিয়ে আমি কাজ করব। এখন যারা জুনিয়র আছে; ওদের বেসিকটা যাতে স্ট্রং হয়, সেটাই আমার লক্ষ্য থাকবে। নিজের সততা ধরে রাখা সব থেকে বড় কাজ। যারা দলে আসার যোগ্য তারা যেন সুযোগ পায়।' 

দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫