বিপিএলের ভেন্যু পরিবর্তনের গুঞ্জন, ধোঁয়াশা রাখলেন বিসিবি সভাপতি

২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:২৭ AM
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল © টিডিসি ফোটো

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। ঘরোয়া এই টুর্নামেন্ট সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে বেশ কিছু বিষয়ে বাড়তি সতর্কতা নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। তাই সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মেনে চলার কথাও বারবার বলছে বোর্ড। 

এরই মাঝে গুঞ্জন, ঢাকা থেকে সরে যেতে পারে এবারের বিপিএল। বিষয়টি নিয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা না দিলেও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলছেন, বিদ্যমান পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছেন তারা।

বুলবুল বলেন, ‘আমাদের প্রাথমিক কাজ হলো মাঠের খেলা সঠিকভাবে পরিচালনা করা। নিরাপত্তার বিষয়ে আমরা সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নির্দেশনা ও সহযোগিতা অনুসরণ করছি। পরিস্থিতির ওপর ভিত্তি করে আমরা ব্যবস্থা নেব এবং সেজন্য সবকিছু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’

ঘরোয়া এই টুর্নামেন্ট সিলেটে শুরু হয়ে চট্টগ্রাম ঘুরে শেষ পর্বে ঢাকায় ফিরবে। সিলেট ও চট্টগ্রামে ১২টি করে এবং ঢাকায় এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনালসহ ১০টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। যেখানে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ১৯ জানুয়ারি, দ্বিতীয় কোয়ালিফায়ার ২১ জানুয়ারি এবং ফাইনাল ২৩ জানুয়ারি। সব নকআউট ম্যাচের জন্য রিজার্ভ ডেও রাখা হয়েছে। যদিও হোম অব ক্রিকেটে গুঞ্জন, চট্টগ্রামেই পর্দা নামতে পারে এবারের বিপিএল। তবে মাঠের বিবেচনায় সিলেটকেও এগিয়ে রাখছেন অনেকেই। 

এ প্রসঙ্গে বুলবুল বলেন, ‘ঢাকা না ফিরে চট্টগ্রামের ধাপেই টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

বুলবুল এ-ও বলেন, ‘আমাদের প্রধান কাজ হলো মাঠের খেলা সুন্দরভাবে পরিচালনা করা। নিরাপত্তার বিষয়ে আমরা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা অনুসরণ করছি। পরিস্থিতির ওপর ভিত্তি করে আমরা তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করব এবং সব বিষয়ে তীক্ষ্ণ দৃষ্টি রাখছি।’

দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫