মদ্যপানের অভিযোগ কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে © সংগৃহীত
দুই ম্যাচ বাকি থাকতেই অ্যাশেজ সিরিজে হারের ধাক্কায় এমনিতেই বেশ তোপের মুখে রয়েছে ইংল্যান্ড দল। এর মধ্যেই নতুন এক বিতর্কে জড়িয়েছেন বেন স্টোকসরা। দলের বেশ কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে অতিরিক্ত মদ্যপানের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তদন্ত শুরু করবে বলে জানিয়েছেন ইংল্যান্ড ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক রব কি।
পার্থ ও ব্রিসবেন টেস্টে শোচনীয় হারের পর অ্যাডিলেড টেস্টের আগে ১০ দিনের বিরতি পায় ইংল্যান্ড দল। সেই সুযোগে কুইন্সল্যান্ডের নুসা সমুদ্র সৈকতে চার রাত কাটান ক্রিকেটাররা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও অস্ট্রেলিয়ার বেশ কিছু গণমাধ্যমের দাবি, সেখানে অনেক ক্রিকেটারকে মদ্যপান করতে দেখা গেছে। মাঠের বাজে পারফরম্যান্সের মাঝে এমন অপেশাদার আচরণ নিয়ে ক্রিকেট মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
বিষয়টি নিয়ে হেলাফেলা না করে সঠিক তথ্যের জন্য তদন্ত শুরু করবে ইসিবি। রব কি জানিয়েছেন, 'সংবাদমাধ্যমে অনেক সময় বিষয়গুলো অতিরঞ্জিত করে বলা হয়। তাই আসলে সেখানে কী ঘটেছিল, তা খতিয়ে দেখা দরকার। তিনি বলেন, পাঁচ-ছয়জন মিলে খাবার খাওয়ার সময় দু-একজন সামান্য পান করা আর দলবদ্ধভাবে অতিরিক্ত মদ্যপান করা এক বিষয় নয়। যদি এটি কোনো 'ব্যাচেলর পার্টি'র মতো অনিয়ন্ত্রিত আয়োজন হয়ে থাকে, তবে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।'
রব কি আরও স্পষ্ট করেছেন যে, তিনি মদ্যপানের সংস্কৃতি সমর্থন করেন না। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বোর্ড পরবর্তী ব্যবস্থা নেবে। মাঠের লড়াইয়ে ফেরার আগে মাঠের বাইরের এই বিতর্ক এখন ইংল্যান্ড শিবিরের ওপর বাড়তি চাপ তৈরি করেছে।