হাদির স্মরণে বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানে নীরবতা পালন করবে বিসিবি

২২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৩ PM , আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৫ PM
বিসিবি লোগো ও শহীদ শরীফ ওসমান হাদি

বিসিবি লোগো ও শহীদ শরীফ ওসমান হাদি © সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি আহত হওয়ার খবর পাওয়ার পরপরই তার দ্রুত আরোগ্য কামনা করে বিবৃতি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরবর্তীতে তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। এবার এই তরুণ নেতার প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের উদ্বোধনী অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে বিপিএল। ওই দিনই সংক্ষিপ্ত পরিসরে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে। অনুষ্ঠানের শুরুতে ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে। এতে ক্রিকেট ও ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু।

তিনি বলেন, 'আমরা সবাই জানি পরিস্থিতি একটু চ্যালেঞ্জিং। প্রতিটি ঘণ্টায় পরিকল্পনা বদলাতে হচ্ছে। ২৪ তারিখ যেহেতু উদ্বোধনী অনুষ্ঠান করতে পারিনি, ২৬ তারিখ ম্যাচের দিন ছোট করে করব। বাংলাদেশ দল চলে যাবে জানুয়ারির শেষে। আমাদের সূচিতে হাত দেওয়ার সুযোগ নেই। সুতরাং ২৬ তারিখে শুরু করে, ছোট করে ওপেনিং সিরিমনি করব। আবার সেদিন শুক্রবার। ২টা ১৫তে শুরু করতে হবে তাই খেলা ৩টায় করে দেওয়া হয়েছে।'

এদিকে উদ্বোধনী দিনে প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর ৩টায়। এর আগেই আনুষ্ঠানিকভাবে বিপিএলের উদ্বোধন ঘোষণা করা হবে। এরপর সন্ধ্যা ৭টায় মাঠে গড়াবে দিনের দ্বিতীয় ম্যাচ। দুই ম্যাচের মধ্যবর্তী সময়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ নিয়ে মিঠু বলেন, 'মাঝখানে কিছু সেলিব্রেট করা হবে। এমনি তো ওপেনিংয়ে যেটা হয়, প্রেসিডেন্ট ও স্পোর্টস সেক্রেটারি ওপেন করবেন, হ্যান্ডশেক করবেন। আমরা ১ মিনিট নীরবতা পালন করব সাম্প্রতিক ইয়েটার জন্য। মাঝখানে মাঠেই স্টেজ করে গানের অনুষ্ঠান হবে। প্রথমটা ১৫ মিনিটের। আমাদের জায়গা নেই। দলগুলোকে ওয়ার্ম আপে আধা ঘণ্টা দিতে হয়। জুম্মার পর সোয়া দুইটায় শুরু করে ১৫ মিনিটে শেষ করা হবে। ২ খেলার মাঝখানে আমরা ছোট অনুষ্ঠান করব।' 

কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫