পুরো আইপিএলের জন্য এনওসি পাচ্ছেন না মোস্তাফিজ

১৮ ডিসেম্বর ২০২৫, ০১:০৮ PM
মোস্তাফিজুর রহমান

মোস্তাফিজুর রহমান © সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের নিলামে রীতিমতো ঝড় তোলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। তাকে দলে নিতে ৯ কোটি ২০ লাখ রুপি খরচ করেছে কলকাতা নাইট রাইডার্স। দ্য ফিজকে ঘিরে নিলামে দিল্লি ও চেন্নাইয়ের সঙ্গে শুরুতে লড়াই শুরু হয়, পরে সেই দৌড়ে যোগ দেয় কলকাতাও। শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় সবাইকে পেছনে ফেলে তাকে নিজেদের দলে ভেড়ায় কেকেআর।

এদিকে আইপিএলের সূচি এখনো প্রকাশ করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গুঞ্জন আছে, আগামী বছরের ২৬ মার্চ আসর শুরু হয়ে ৩১ মে শিরোপা নির্ধারণী ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের। 

অন্যদিকে আইপিএলের আসন্ন আসরে দ্য ফিজ সব ম্যাচে খেলতে পারবেন না, এমনটা বেশ আগেই জানা গিয়েছিল। কেননা, একই সময়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন এই সফরে তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি ম্যাচ আছে। ফলে আন্তর্জাতিক দায়িত্ব পালন শেষে তাকে আইপিএলে যোগ দিতে হতে পারে।

এই বিষয়ে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেন, 'মোস্তাফিজকে এনওসি দিয়েছি পুরো আইপিএল এর জন্য। শুধু নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওডিআই এর যে সময় থাকবে, ওই সময় সে দেশে ফিরবে। সময়কাল আট দিন।

দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫