১৩৫ টাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ, কেনা যাবে যেভাবে

১১ ডিসেম্বর ২০২৫, ০৭:২১ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

মাত্র ১০০ ভারতীয় রুপিতেই (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৫ টাকা) মাঠে বসে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের রোমাঞ্চ উপভোগ করতে পারবেন দর্শকরা । বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জানিয়েছে, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বিশ্বকাপের টিকিট বিক্রি। এদিন বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৭টা থেকে আইসিসির নির্ধারিত ওয়েবসাইট tickets.cricketworldcup.com–এ টিকিট কেনা যাচ্ছে।

আইসিসি জানিয়েছে, দর্শকদের আর্থিক অবস্থা ও চাহিদা বিবেচনায় রেখে ভেন্যুভেদে ভিন্ন ভিন্ন দামের টিকিট রাখা হয়েছে। ভারতের কয়েকটি ভেন্যুতে সর্বনিম্ন টিকিট মূল্য নির্ধারিত মাত্র ১০০ রুপি। অন্যদিকে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সব ম্যাচের জন্য সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে এক হাজার শ্রীলঙ্কান রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০০ টাকার মতো।

এ নিয়ে প্রধান নির্বাহী সংযোগ গুপ্ত বলেন, 'টিকিট বিক্রির প্রথম ধাপ সবচেয়ে সহজলভ্য ও বিশ্বব্যাপী আইসিসি ইভেন্ট ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ এক মাইলফলক। আমাদের দৃষ্টিভঙ্গি স্পষ্ট, ভৌগলিক অবস্থা বা আর্থিক সামর্থ্য নির্বিশেষে প্রত্যেক ভক্তের বিশ্বকাপের ক্রিকেটের অভিজ্ঞতা লাভের সুযোগ থাকা উচিত।'

এ প্রসঙ্গে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া জানান, টিকিট মূল্য ১০০ রুপি থেকে শুরু হওয়ায় বিশ্বকাপ নিয়ে বাড়তি উন্মাদনা শুরু হয়েছে। এবারের বিশ্বকাপকে দর্শক-ভক্তদের কাছে উপভোগ্য ও আরামদায়ক করে তোলায় প্রত্যয়ও তার।

উল্লেখ্য, ২০ দলের এবারের বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। আসরের উদ্বোধনী দিনেই মাঠে নামবে পাকিস্তান ও নেদারল্যান্ডস এবং ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। 

জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন আজ, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫