আমিরুলের হ্যাটট্রিকে বিশ্বকাপের ‘চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন’ বাংলাদেশ

০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৯ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

মাদুরাইয়ে যুব বিশ্বকাপের ১৭তম স্থান নির্ধারণী ম্যাচেও জ্বলে উঠলেন আমিরুল ইসলাম। দারুণ লড়াইয়ে অস্ট্রিয়াকে ৫-৪ গোলে হারিয়ে স্থান নির্ধারণী এই ‘ফাইনাল’ জিতে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। সিগফ্রিড আইকম্যানের শিষ্যদের হাতে ওঠে চ্যালেঞ্জার ট্রফি। তিন গোল করে হ্যাটট্রিক করেন আমিরুল। বাকি দুই গোল রকিবুল ও হজিফা হোসেনের।

প্রথম কোয়ার্টারের শেষ দিকে ফিল্ড গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আমিরুল। দ্বিতীয় কোয়ার্টারে আরেকটি ফিল্ড গোল থেকে ব্যবধান দ্বিগুণ করেন হজিফা।

তৃতীয় কোয়ার্টারে রকিবুলের ফিল্ড গোল স্কোরলাইন নিয়ে যায় ৩-০’তে। তবে কোয়ার্টারের শেষদিকে একটি গোল শোধ করে ব্যবধান কমায় অস্ট্রিয়া।

শেষ কোয়ার্টারে ম্যাচে আসে রোমাঞ্চ। পেনাল্টি স্ট্রোক থেকে নিজের দ্বিতীয় গোল করে আমিরুল ব্যবধান বাড়ান। কিন্তু মুহূর্তেই অস্ট্রিয়া গোল করে ব্যবধান নামিয়ে আনে ৪-২’তে। এরপর পেনাল্টি থেকে আবারও গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন আমিরুল, আর বাংলাদেশ এগিয়ে যায় ৫-২’তে।

শেষদিকে অস্ট্রিয়া টানা দুটি গোল করে ম্যাচে ফেরার চেষ্টা করলেও আর গোলের সুযোগ দেয়নি বাংলাদেশ। ৫-৪ ব্যবধানের জয়ে ১৭তম হয়ে টুর্নামেন্ট শেষ করে লাল-সবুজের তরুণরা।

ব্লাড ক্যান্সারে আক্রান্ত হাবিপ্রবি  শিক্ষার্থী লাবণ্য, চিক…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচন স্থগিতের খবরে জবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের বি…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাজনৈতিক সাফল্যের কারণেই খালেদা জিয়া প্রতিহিংসার শিকার হয়…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দাফনের সম্ভাব্য স্থান জানালেন সালাহউদ্দিন
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক পালন করবে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্জন সড়কে কনকনে শীতে একে অন্যকে জড়িয়ে বসে ছিল শিশু দুটি
  • ২৯ ডিসেম্বর ২০২৫