তারকা অলরাউন্ডারকে দলে ভেড়াচ্ছে সিলেট টাইটান্স

০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:০৬ PM
সিলেট টাইটান্স লোগো

সিলেট টাইটান্স লোগো © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের নিলামের আগেই দল গঠনে বড়োসড়ো চমক দেখায় নতুন ফ্র্যাঞ্চাইজি সিলেট টাইটান্স। দেশি ক্রিকেটারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদকে আগেই দলে নেয় তারা। বিদেশিদের তালিকায় পাকিস্তানের মোহাম্মদ আমির ও সাইম আইয়ুবও নিশ্চিত।

পরে গত ৩০ নভেম্বর নিলামেও সক্রিয় ছিল সিলেট। দেশি ক্রিকেটারদের মধ্যে আফিফ হোসেন, রনি তালুকদার, ইবাদত হোসেন ও মুমিনুল হককে দলে নেয় তারা। বিদেশি কোটায় যোগ হন শ্রীলঙ্কার অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস ও যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্স।

এদিকে গুঞ্জন ছিল, ইংলিশ অলরাউন্ডার মঈন আলীর সঙ্গেও কথা চলছে ফ্র্যাঞ্চাইজিটির। সিলেট টাইটান্সের নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ৪ জানুয়ারির পর দলটির হয়ে বিপিএলে মাঠে দেখা যেতে পারে মঈনকে।

দলটির কোচিং স্টাফেও থাকছে বেশকিছু নতুন মুখ। এবারের বিপিএলে সিলেট টাইটান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সোহেল ইসলাম। পাশাপাশি বোলিং কোচ হিসেবে সাবেক পেসার সৈয়দ রাসেলকে দেখা যাবে।

গত তিন আসরে অংশ নেওয়া সিলেট স্ট্রাইকার্স আগামী পাঁচ বছরের জন্য মালিকানা নিতে আগ্রহ দেখায়নি। নতুন ফ্র্যাঞ্চাইজি সিলেট টাইটান্স পরিচালনা করছে ‘ক্রিকেট উইথ সামি’ প্রতিষ্ঠানটি।

দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫