আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি মিনিট মাঠে ছিলেন রোনালদো, দুইয়ে মেসি

২০ নভেম্বর ২০২৫, ০৯:১৪ AM , আপডেট: ২০ নভেম্বর ২০২৫, ০৯:১৪ AM
রোনালদো ও মেসি

রোনালদো ও মেসি © টিডিসি সম্পাদিত

ফুটবলের বড় ছোট প্রায় সব পরিসংখ্যানেই আধিপত্য দেখিয়েছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কোথাও রোনালদো এগিয়ে, কোথাও আবার শীর্ষে মেসি। আন্তর্জাতিক ফুটবলেও সবচেয়ে বেশি মিনিট মাঠে থাকার রেকর্ডের প্রথম দুই স্থান দখল করে আছেন এ দুই মহাতারকা শীর্ষে রোনালদো, দ্বিতীয় স্থানে মেসি।

জানা গেছে, পর্তুগালের জার্সিতে রোনালদো এখন পর্যন্ত খেলেছেন ২২৬ ম্যাচ, যা আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড। এসব ম্যাচে তিনি মাঠে কাটিয়েছেন মোট ১৭ হাজার ৯২৬ মিনিট। তার ঠিক পরেই আছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি, যিনি আন্তর্জাতিক অঙ্গনে ১৯৬ ম্যাচে খেলেছেন মোট ১৬ হাজার ১৩৯ মিনিট। অর্থাৎ রোনালদো মেসির চেয়ে মাঠে ছিলেন ১ হাজার ৭৮৭ মিনিট বেশি।

তৃতীয় স্থানে আছেন মাইনুর ফিগুয়েরোয়া। হন্ডুরাসের এ ডিফেন্ডার ২০০৩ থেকে ২০২২ সাল পর্যন্ত ১৯ বছর জাতীয় দলের হয়ে খেলেছেন। যেখানে তিনি সব মিলিয়ে খেলেছেন ১৮১ ম্যাচ, মাঠে কাটিয়েছেন ১৫ হাজার ৭৭০ মিনিট। দীর্ঘ এ ক্যারিয়ারে অবশ্য কোনা সাফল্য পাননি এ ফুটবলার।

এছাড়াও ইতালির কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন আছেন এ তালিকার চারে। ১৭৬ ম্যাচ খেলে যিনি সব মিলিয়ে মাঠে ছিলেন ১৫ হাজার ২৯৫ মিনিট। শীর্ষ দশে থাকা একমাত্র গোলরক্ষকও বুফন।

বুফনের পর এ তালিকায় থাকা ৫ নম্বর নামটাও এক কিংবদন্তির। ক্রোয়েশিয়ার ব্যালন ডি’অরজয়ী তারকা লুকা মদরিচ। ২০১৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফাইনালে নিয়ে যাওয়া মদরিচ ম্যাচ সংখ্যার দিক থেকে মেসির ঘাড়ে নিশ্বাস ফেলছেন।

আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপিতে যোগদান সন্ধ্যায়, দুপুরে নেন ঢাকা-১২ থেকে গণঅধিকারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫