জয়ের সেঞ্চুরির অপেক্ষা নিয়ে চা-বিরতিতে বাংলাদেশ

১২ নভেম্বর ২০২৫, ০৩:০৫ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

সেঞ্চুরির দ্বারপ্রান্তেই ছিলেন সাদমান ইসলাম, কিন্তু তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছোঁয়ার আগেই প্যাভিলিয়নে ফেরেন এই ওপেনার। তবে তিন অঙ্ক স্পর্শ করার আশা জিইয়ে রেখেই চা-বিরতিতে গিয়েছেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। সিলেট টেস্টে দ্বিতীয় দিনের চা-বিরতির আগ পর্যন্ত ১ উইকেটে ১৯৮ রান বাংলাদেশের। ৯৪ রানে অপরাজিত জয়।

এর আগে, জয়ের সঙ্গে দেশের টেস্ট ইতিহাসে চতুর্থ সেরা ওপেনিং জুটি গড়ে সাজঘরে ফেরেন সাদমান। আইরিশ বাঁ-হাতি স্পিনার হামপ্রিসের বলে কাট করতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার। ১০৪ বলে ৯ চার আর ১ ছক্কায় ৮০ রানে সাদমান ফেরায় ১৬৮ রানে ভাঙে ওপেনিং জুটি।

বুধবার (১২ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই উইকেট হাতে নিয়ে দ্বিতীয় দিন শুরু করা আয়ারল্যান্ডকে সকাল সকালই গুটিয়ে দেয় স্বাগতিকরা। এদিন মাত্র ১৪ বল খেলতে পেরেছিল সফরকারীরা। এতে ৯২ দশমিক ২ ওভারে ২৮৬ রানে থামে আইরিশদের ইনিংস। আইরিশদের বাকি দুই উইকেট তুলে নেন তাইজুল ও হাসান।

তাইজুলের লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন ৬০ বলে ৩০ রান করা জর্ডান নেইল। এ ছাড়া হাসান মাহমুদের বলে ৩১ রান করা ব্যারি ম্যাকার্থি বোল্ড হওয়ায় থামে আইরিশদের প্রথম ইনিংস।

দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫