ইতিহাসের দোরগোড়ায় স্মৃতি মান্ধানা, দরকার মাত্র ১৮ রান

১০ অক্টোবর ২০২৫, ১০:৫৭ PM
স্মৃতি মান্ধানা

স্মৃতি মান্ধানা © ফাইল ছবি

নারী ওয়ানডে বিশ্বকাপে ভারত–দক্ষিণ আফ্রিকা ম্যাচের অষ্টম ওভারে ইতিহাস গড়লেন ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা। দক্ষিণ আফ্রিকার বোলার খাকার করা ওভারের প্রথম বলটি লং অন দিয়ে ছক্কা হাঁকিয়ে তিনি এ বছর ওয়ানডেতে নিজের মোট রান নিয়ে যান ৯৭২–তে। এই ছক্কাতেই ভাঙে ২৭ বছর আগের এক রেকর্ড। ১৯৯৭ সালে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার বেলিন্ডা ক্লার্কের এক পঞ্জিকাবর্ষে ৯৭০ রানের মাইলফলক। এখন তিনি এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রানের মালিক।

রেকর্ড ছোঁয়ার পর মান্ধানার ইনিংস ছিল সংক্ষিপ্ত। তিনি শেষ পর্যন্ত ৩২ বলে ২৩ রান করে আউট হন। ভারতের মেয়েরা যদিও ম্যাচটা ৩ উইকেটে হেরে যায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, তবু মান্ধানা এগিয়ে গেছেন এক ঐতিহাসিক অধ্যায়ের দিকে।

এ বছর এখন পর্যন্ত ওয়ানডেতে তাঁর মোট রান ৯৮২। ভারতের মেয়েদের সামনে এখনও অন্তত চারটি ম্যাচ বাকি, অর্থাৎ মান্ধানার সামনে ইতিহাস গড়ার হাতছানি। মাত্র ১৮ রান করলেই তিনি হবেন বিশ্বের প্রথম নারী ক্রিকেটার, যিনি এক পঞ্জিকাবর্ষে ওয়ানডেতে ১,০০০ রানের মাইলফলক স্পর্শ করবেন।

মান্ধানার ওপেনিং সঙ্গী প্রতিকা রাওয়ালও দারুণ ফর্মে আছেন, তাঁর রান ৭৭৩। দক্ষিণ আফ্রিকার ব্যাটার তাজমিন ব্রিটসের রান ৭৪৯। অর্থাৎ অন্তত তিনজন নারী ব্যাটার আছেন, যাঁরা এ বছর হাজার রানের গণ্ডি ছোঁয়ার সম্ভাবনা রাখেন। তবে এই দৌড়ে মান্ধানাই সবচেয়ে এগিয়ে, এবং রেকর্ডটি তাঁর হাতেই লেখা হবে—এ কথা এখন প্রায় নিশ্চিত।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এনইউবিতে দোয়া অন…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সূচি আনুষ্ঠানিকভাবে জানাল অধিদ…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জিয়া পরিষদের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
ভোলায় সিএনজি-নসিমনের সংঘর্ষে প্রাণ গেল শিশুর
  • ৩০ ডিসেম্বর ২০২৫