পদ্মার চরে যাত্রীবাহী লঞ্চ আটকে যাওয়ায় ৯৯৯-এ কল, অতঃপর…

২৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৪ AM
আটকে পড়া লঞ্চ যাত্রীদেরকে উদ্ধার করছে নৌ পুলিশ

আটকে পড়া লঞ্চ যাত্রীদেরকে উদ্ধার করছে নৌ পুলিশ © টিডিসি

রাজবাড়ীর গোয়ালন্দে ঘন কুয়াশার কারণে পদ্মা নদীর চরে আটকে পড়া একটি লঞ্চের প্রায় শতাধিক যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে দৌলতদিয়া নৌ পুলিশ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ৭ টা ৪৫ মিনিটে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া লঞ্চঘাট থেকে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশে ‘এমএল মিজানুর’ নামের একটি লঞ্চ শতাধিক যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। পথিমধ্যে ঘন কুয়াশার কারণে দিকভ্রান্ত হয়ে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের বিপরীত পাশে কলবাগান এলাকায় পদ্মা নদীর চরে লঞ্চটি আটকে যায়।

পরে রাত ৮ টা ১৫ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে দৌলতদিয়া নৌ পুলিশের এসআই মেহেদী হাসান অপূর্ব, এএসআই অশোক দত্তসহ পুলিশ ফোর্স ও স্থানীয় লোকজন একটি ট্রলার নিয়ে উদ্ধার অভিযানে অংশ নেন। ঘন কুয়াশার মধ্যেও কৃত্রিম আলোর সহায়তায় রাত আনুমানিক ১১ টা ৫৫ মিনিটে লঞ্চটির কাছে পৌঁছে যাত্রীদের ট্রলারযোগে উদ্ধার করা হয় এবং দৌলতদিয়া বাসস্ট্যান্ড এলাকায় নিরাপদে পৌঁছে দেওয়া হয়।

তবে এ ঘটনায় কোনো যাত্রী আহত হননি কিংবা কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

এদিকে, ঘনকুয়াশার কারণে নৌপথে দৃশ্যমানতা কমে যাওয়ায় বিআইডব্লিউটিসি সাময়িকভাবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতদিয়া নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা। তিনি জানান, ঘনকুয়াশার কারণে ফেরী ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে দৌলতদিয়া নৌ পুলিশ মাইকিং করে সতর্কতা জারি করেছে এবং ফেরিঘাট এলাকায় নিরাপত্তামূলক ডিউটি জোরদার করা হয়েছে।

 

 

ভালুকায় পোশাক শ্রমিক দীপু হত্যা: গ্রেফতার ৬ আসামি ২ দিনের র…
  • ২৮ ডিসেম্বর ২০২৫
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ, কতজন তুললেন জমা দিলেন
  • ২৮ ডিসেম্বর ২০২৫
ছুটির দিনে সিন্ডিকেট সভার ডাক, ‘অস্বাভাবিক’ বলছেন শিক্ষক ও …
  • ২৮ ডিসেম্বর ২০২৫
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপির এমপি প্রার্থী ঝুমা
  • ২৮ ডিসেম্বর ২০২৫
ওসমান হাদি হত্যার বিচার চেয়ে ডুয়েট শিক্ষার্থীদের প্রতিবাদী …
  • ২৮ ডিসেম্বর ২০২৫
মনোনয়ন ফরম তুললেন মডেল মেঘনা আলম
  • ২৮ ডিসেম্বর ২০২৫