ডব্লিউএমটিসিতে অংশগ্রহণের জন্য ঢাবিতে ‘টিম সিলেকশন টেস্ট’ অনুষ্ঠিত

১১ অক্টোবর ২০২৫, ০২:৫৭ PM , আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ০৭:৩৩ PM
‘টিম সিলেকশন টেস্ট’ এ অংশগ্রহণকারীদের একাংশ

‘টিম সিলেকশন টেস্ট’ এ অংশগ্রহণকারীদের একাংশ © টিডিসি ফটো

ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স টিম চ্যাম্পিয়নশিপে (ডব্লিউএমটিসি) অংশগ্রহণের জন্য দল চূড়ান্ত করার লক্ষ্যে বাংলার ম্যাথের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে ‘টিম সিলেকশন টেস্ট’। এতে অংশ নিয়েছেন জাতীয় পর্যায়ের ৩ ক্যাটাগরিতে (জুনিয়র, ইন্টারমিডিয়েট এবং এডভান্সড) নির্বাচিত শিক্ষার্থীরা।

শনিবার (১১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচিতরা আগামী ৩-৮ ডিসেম্বর থাইল্যান্ডের ব্যাংককে প্রতিযোগিতার আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

আয়োজকরা জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে ৯টা থেকে এ পরীক্ষা শুরু হয়েছে। ৫ রাউন্ডে এ পরীক্ষা শেষ হবে বিকেল ৫টায়। প্রতিটি রাউন্ডে নৈর্ব্যক্তিক ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিন গ্রুপ থেকে মোট ৩০ জন শিক্ষার্থীকে আন্তর্জাতিক পর্যায়ের জন্য নির্বাচিত করা হবে। বাংলার ম্যাথের তত্ত্বাবধানে নির্বাচিত শিক্ষার্থীরা প্রায় ২ মাস ধরে আন্তর্জাতিক পর্যায়ের জন্য প্রস্তুতি নিবে।

এর আগে, গত ২৬ সেপ্টেম্বর বাংলার ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপ এর ন্যাশনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে সারা দেশ থেকে প্রায় ৬০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

চার দফা দাবিতে আজও শাহবাগ অবরোধ করবে ইনকিলাব মঞ্চ
  • ২৮ ডিসেম্বর ২০২৫
নতুন বছরেও ফিরছে মনির খানের ‘অঞ্জনা’
  • ২৮ ডিসেম্বর ২০২৫
১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সুযোগ আর একদিন
  • ২৮ ডিসেম্বর ২০২৫
ভালুকায় পোশাক শ্রমিক দীপু হত্যা: গ্রেফতার ৬ আসামি ২ দিনের র…
  • ২৮ ডিসেম্বর ২০২৫
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ, কতজন তুললেন জমা দিলেন
  • ২৮ ডিসেম্বর ২০২৫
ছুটির দিনে সিন্ডিকেট সভার ডাক, ‘অস্বাভাবিক’ বলছেন শিক্ষক ও …
  • ২৮ ডিসেম্বর ২০২৫