শীতে কাঁপছে গোপালগঞ্জ, তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রির ঘরে

২৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩১ PM
শীতে কাঁপছে গোপালগঞ্জ

শীতে কাঁপছে গোপালগঞ্জ © টিডিসি ফটো

ঘন কুয়াশা ও প্রচণ্ড শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে গোপালগঞ্জের জনজীবন। শুক্রবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে অন্যতম সর্বনিম্ন।

প্রচণ্ড ঠান্ডার কারণে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন বৃদ্ধ ও শিশুরা। পাশাপাশি শীতের তীব্রতায় বোরো ধান রোপণ কাজে ব্যাঘাত ঘটছে কৃষকদের। সকাল থেকে আকাশে সূর্যের দেখা মেলেনি, চারদিকে ঘন কুয়াশা বিরাজ করছে।

জীবিকার তাগিদে খেটে খাওয়া মানুষ বাধ্য হয়ে ঘর থেকে বের হলেও শীতের কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। অনেকেই আগুন জ্বালিয়ে কিংবা মোটা কাপড় গায়ে দিয়ে শী মোকাবিলার চেষ্টা করছেন।

এদিকে ঘন কুয়াশার কারণে জেলার সড়ক ও মহাসড়কগুলোতে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। চালকরা জানান, দৃশ্যমানতা কম থাকায় প্রচণ্ড ঝুঁকি নিয়ে ধীরগতিতে গাড়ি চালাতে হচ্ছে।

গোপালগঞ্জ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানান, শুক্রবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। তিনি আরও জানান, দুপুরের পর সূর্যের দেখা মিলতে পারে এবং এমন আবহাওয়া জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫