আজ প্রকাশ হয়নি প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা, অনলাইন সংস্করণও বন্ধ

১৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩০ AM
প্রথম আলো ও দ্য ডেইলি স্টারে ভাঙচুর

প্রথম আলো ও দ্য ডেইলি স্টারে ভাঙচুর © টিডিসি সম্পাদিত

ভবনে হামলার কারণে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় আজ শুক্রবার প্রকাশ হয়নি দেশের শীর্ষ দুই দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার। একইসঙ্গে গণমাধ্যম দুটির অনলাইন কার্যক্রমও প্রায় বন্ধ রয়েছে। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রথম আলোর ফেসবুক পেজ এবং দ্য ডেইলি স্টার তাদের ওয়েবসাইটে প্রকাশিত নোটিশ থেকে এ তথ্য জানা যায়।

প্রথম আলোর ফেসবুক স্ট্যাটাসে বলা হয়, ‘বিগত রাতে প্রথম আলোর কার্যালয় ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হওয়ায় আমাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তাই আজ প্রথম আলো ছাপা পত্রিকা প্রকাশ করা যায়নি। অনলাইন পোর্টালও সাময়িকভাবে বন্ধ রয়েছে। পাঠকদের কাছে এ জন্য আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি। যতটা দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত কারিগরি ব্যবস্থা পুনরুদ্ধার করে প্রথম আলোর অনলাইন ও পত্রিকার প্রকাশ শুরু করা হবে। এ বিষয়ে আমরা পাঠকদের সহযোগিতা প্রার্থনা করছি।’

এদিকে দ্য ডেইলি স্টার নিজেদের ওয়েবসাইটে এক নোটিশে বলা হয়, ‘গত রাতে আমাদের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর দ্য ডেইলি স্টারের প্রকাশনা কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়েছে। এ কারণে পাঠকদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং অনলাইন সেবা ও প্রকাশনা কার্যক্রম পুনরায় স্বাভাবিক করতে কাজ করার সময় আপনাদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।’

এর আগে, বৃহস্পতিবার রাত ১২টার দিকে কয়েকশ' ক্ষুব্ধ বিক্ষোভকারী প্রথমে দৈনিক প্রথম আলো, তারপর দ্য ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

পরে ফায়ার ব্রিগেডের গাড়ি এসে আগুন নেভাতে সমর্থ হয়। আগুন লাগার সময় অফিসের ভেতরে আমাদের অনেকেই আটকা পড়েন বলে জানা যায়। আগুনের ধোঁয়ায় ভেতরে থাকা অনেকেই এসময় অসুস্থ হয়ে পড়েন। রাত ১২টা ৩৫ মিনিটে সেনাবাহিনী ঘটনাস্থলে পোঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে।

দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫