চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির হারুনুর রশীদের মনোনয়নপত্র সংগ্রহ

১৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৬ PM
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ করছেন বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ হারুন

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ করছেন বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ হারুন © টিডিসি

আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ হারুন তার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আজ (১৮ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তিনি এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে ফরমটি গ্রহণ করেন।

মনোনয়নপত্র সংগ্রহের সময় বিএনপির এই প্রার্থীর সঙ্গে দলের অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম এবং জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফসহ অনেকে।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মো. হারুনুর রশীদ হারুন নির্বাচনের পরিবেশ এবং দলীয় প্রস্তুতির বিষয়ে তার আশাবাদ ব্যক্ত করেন।

আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপিতে যোগদান সন্ধ্যায়, দুপুরে নেন ঢাকা-১২ থেকে গণঅধিকারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫