পল্টনে সিআইডির ডরমিটরি থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৯ PM
আফতাব উদ্দিন রিগান

আফতাব উদ্দিন রিগান © সংগৃহীত

রাজধানীর পল্টনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিটেকটিভ ট্রেনিং স্কুলের ডরমিটরি থেকে আফতাব উদ্দিন রিগান (৩৭) নামে এক উপপরিদর্শকের (এসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) ডরমিটরির দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। 

পুলিশ জানিয়েছে, রিগান এক মাস ধরে ডিটেকটিভ ট্রেনিং স্কুলের ডরমিটরিতে ছিলেন। তিনি প্রশিক্ষণের জন্য সেখানে আসেন। আফতাব আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বলেন, আজ সকালে আফতাব উদ্দিনের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। 

জানা গেছে, রিগান ৩৫তম আউটসাইড ক্যাডেট এসআই হিসেবে ২০১৭ সালে প্রশিক্ষণ শেষ করে কর্মজীবন শুরু করেন আফতাব উদ্দিন রিগান। গত এক মাস ধরে ডিটেকটিভ ট্রেনিং স্কুলের ডরমিটরিতে ছিলেন তিনি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল সিকিউরিটি ইউনিটে দায়িত্বে ছিলেন তিনি। তার বাড়ি মৌলভীবাজার জেলায়। 

দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫