মাছ ধরার নৌকাসহ ৬ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

০৫ ডিসেম্বর ২০২৫, ০২:৪৯ PM
ছয় জেলেকে ধরে নিয়ে গেছে  আরাকান আর্মির সদস্যরা

ছয় জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মির সদস্যরা © সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ছয় জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সদস্যরা। বুধবার (৩ ডিসেম্বর) ভোরে পৃথক অভিযানে ঝিমংখালি নাফনদী সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় দুটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে। আটকদের মধ্যে দুজন বাংলাদেশি এবং চারজন রোহিঙ্গা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে পাওয়া তথ্যে জানা যায়, নাফ নদীতে মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা হঠাৎ করে নৌকায় উঠে জেলেদের ধরে নিয়ে যায়। এ ঘটনায় সীমান্ত এলাকায় জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

অপরদিকে মিয়ানমারভিত্তিক আরাকান আপডেট নিউজ সূত্রে জানা গেছে, আরাকান আঞ্চলিক জলসীমায় অবৈধভাবে প্রবেশ এবং অননুমোদিত ভাবে মাছ ধরার অভিযোগে ৩ ডিসেম্বর পৃথক অভিযানে আরাকান কোস্টাল সিকিউরিটি ফোর্স আরও ৬ বাংলাদেশি জেলেকে নৌকাসহ আটক করেছে। তারা জানায়, সামুদ্রিক ও আঞ্চলিক নিরাপত্তা আইন অনুযায়ী আটক জেলেদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা হবে।

হোয়াইক্যং ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু জানান, 'ঝিমংখালি সংলগ্ন নাফনদীতে মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা দুটি নৌকাসহ ৬ জেলেকে আটক করে। তাদের মধ্যে দুজন হোয়াইক্যং উত্তর পাড়ার আবুল হাসেমের ছেলে মোহাম্মদ সেলিম ও রইক্ষ্যং গ্রামের অলি হোসনের ছেলে রিয়াজ উদ্দিন। বাকি চারজন রোহিঙ্গা।'

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, 'জেলে আটকের বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কেউ আমাদের অবগত করেনি। তবে আমরা বিষয়টি যাচাই-বাছাই করছি।' ঘটনাটি স্থানীয় পর্যায়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।

দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫