ক্ষতিকর কীটনাশকের ব্যবহার কমানোর দাবিতে শ্যামনগরে মানববন্ধন

০৪ ডিসেম্বর ২০২৫, ০৭:০১ PM
মানববন্ধনে কৃষক-কৃষাণী, শিক্ষার্থী, নারী সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন

মানববন্ধনে কৃষক-কৃষাণী, শিক্ষার্থী, নারী সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন © সংগৃহীত

কৃষিতে রাসায়নিক ও ক্ষতিকর কীটনাশকের ব্যবহার কমানোর দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় শ্যামনগর প্রেসক্লাবের সামনে গ্রিন কোয়ালিশন, বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক) ও শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশন আয়োজিত এই মানববন্ধনে কৃষক-কৃষাণী, শিক্ষার্থী, নারী সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে গ্রিন কোয়ালিশন শ্যামনগর পৌরসভা ইউনিটের  উপদেষ্টা সিনিয়র সাংবাদিক আফজালুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন শ্যামনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন আরাফাত, বারসিক এর সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, গ্রিন কোয়ালিশন শ্যামনগর পৌরসভা ইউনিটের সাধারণ সম্পাদক কিরণ শংকর চ্যাটার্জী, ঈশ্বরীপুর ইউনিটের সভাপতি জিল্লুর রহমান, মুন্সিগঞ্জ ইউনিটের সভাপতি ডা. যোগেশ মন্ডল, শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুদ্দিন সিদ্দিক, সহসভাপতি মোমিনুর রহমান, শরুব ইয়ুথ টিম এর ভলান্টিয়ার জেবা তাসনিয়া, কৃষক দেবীরঞ্জন মন্ডল প্রমুখ।

বক্তারা বলেন, কীটনাশকের অবাধ ব্যবহার শুধু কৃষিকে নয়, সমগ্র প্রাণিকুলের জীবন বিষিয়ে তুলছে। অসচেতনভাবে কীটনাশক ব্যবহার করায় সবার আগে ঝুঁকিতে পড়ছে কৃষকদের স্বাস্থ্য, নষ্ট হচ্ছে পুকুরের মাছ। মৃত্যু হচ্ছে গবাদিপশুর। কীটনাশক ব্যবহার করে উৎপাদিত ফসল অনিরাপদ করে তুলছে মানুষের জীবন। কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ করা, বিষের সহজলভ্যতা বন্ধ করা এখন সময়ের দাবি।

বক্তারা বিকল্প ও পরিবেশবান্ধব বালাইনাশক ব্যবহার এবং জৈব কৃষিচর্চার ওপর জোর দেওয়ার আহবান জানান।  
 
বক্তারা ক্ষতিকর কীটনাশক বিক্রি নিয়ন্ত্রণ, নিম্নমানের কীটনাশকের বাজারজাত বন্ধ, কৃষকদের সুরক্ষামূলক সরঞ্জাম নিশ্চিতকরণ, জৈব কৃষিচর্চার প্রশিক্ষণ এবং বিষমুক্ত খাদ্যের অধিকারের নিশ্চয়তায় সরকারি-বেসরকারি উদ্যোগের দাবি জানান।

দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫