ময়মনসিংহে ডেঙ্গুতে আক্রান্ত দুজনের মৃত্যু

১৬ নভেম্বর ২০২৫, ০৬:৫৯ PM
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত দুই রোগীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুজন নেত্রকোনা জেলার বাসিন্দা বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রবিবার (১৬ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপপরিচালক ডা. মো. জাকিউল ইসলাম। 

মারা যাওয়া দুজন অঞ্জলী রানী বণিক (৬০) ও আবুল কাশেম (৬০)।

ডা. জাকিউল ইসলাম জানান, অঞ্জলী রানী বণিক গত শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন এবং চিকিৎসাধীন অবস্থায় রবিবার বেলা সাড়ে ১১টায় মারা যান। অপর দিকে আবুল কাশেম বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ৮টার দিকে ভর্তি হন এবং শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মৃত্যুবরণ করেন। দুজনের মরদেহই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উপপরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ৫২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ডেঙ্গু ওয়ার্ডে মোট ৯০ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে পুরুষ ৬৩ জন, নারী ২০ জন ও শিশু ৭ জন।

আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপিতে যোগদান সন্ধ্যায়, দুপুরে নেন ঢাকা-১২ থেকে গণঅধিকারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫