অস্ত্র ঠেকিয়ে ‘আ’লীগে যোগদান’ করানোর অভিযোগ, থানায় জিডি

১০ নভেম্বর ২০২৫, ০৪:৫৭ PM , আপডেট: ১০ নভেম্বর ২০২৫, ০৪:৫৭ PM
সদস্য সচিব ইব্রাহিম খলিল, জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মংসানু মারমা এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তপন বিকাশ ত্রিপুরা

সদস্য সচিব ইব্রাহিম খলিল, জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মংসানু মারমা এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তপন বিকাশ ত্রিপুরা © সংগৃহীত ছবি

খাগড়াছড়ি সদর উপজেলার কোরাদিয়া এলাকায় প্রলোভনে পড়ে নতুন সদস্য সংগ্রহে গিয়ে গণঅধিকার পরিষদের তিন নেতা অস্ত্রের মুখে পড়েন। পরে তাদের জোরপূর্বক শেখ মুজিবুর রহমানের ছবিতে পুষ্পমাল্য অর্পণ এবং আওয়ামী লীগে যোগদান–সম্পর্কিত ছবি তোলা হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন গণঅধিকার পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য সচিব মো. ইব্রাহিম খলিল।

জিডি সূত্রে জানা গেছে, ৭ নভেম্বর বিকেলে কোরাদিয়ার কয়েকজন ব্যক্তি গণঅধিকার পরিষদে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করলে সদস্য সচিব ইব্রাহিম খলিল, জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মংসানু মারমা এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তপন বিকাশ ত্রিপুরা সেখানে যান।

আরও পড়ুন: ৫ বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত জানালে গুচ্ছ ভর্তির আবেদন শুরুর বিষয়ে সিদ্ধান্ত

ইব্রাহিম খলিল জানান, সরল বিশ্বাসে এলাকায় পৌঁছার পর অজ্ঞাতনামা দুই পাহাড়ি ব্যক্তির সঙ্গে তাঁদের দেখা হয়। পরে মোটরসাইকেলে করে প্রায় ৭–৮ কিলোমিটার দূরে একটি টিনশেড ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে আরও ৮ জন অজ্ঞাতনামা যুবক উপস্থিত ছিলেন।

ওই যুবকেরা অভিনন্দন জানিয়ে জানান, তারা গণঅধিকার পরিষদে যোগ দেবেন, তবে তার আগে ‘শেষ বিদায়’ হিসেবে শেখ মুজিবুর রহমানের পোস্টারের সামনে ছবি তুলতে চান। সে অনুযায়ী গণঅধিকার পরিষদের নেতাদেরও পোস্টারের সামনে দাঁড়াতে বলা হয়। নেতারা রাজি না হলে তাঁদের অস্ত্রের মুখে বাধ্য করা হয় বলে অভিযোগ।

পরে তোলা ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে দাবি করা হয়—গণঅধিকার পরিষদের ২৫ নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। পুরো ঘটনাকে ‘প্রতারণা ও জোরপূর্বক প্রচার’ বলে অভিযোগ করে থানায় সাধারণ ডায়েরি করেছেন ইব্রাহিম খলিল।

খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক পালন করবে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্জন সড়কে কনকনে শীতে একে অন্যকে জড়িয়ে বসে ছিল শিশু দুটি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজা হতে পারে বুধবার, সম্ভাব্য স্থান নির্ধারণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসুতে ভোট দিতে লাইনে শিক্ষার্থীরা, জরুরি সিন্ডিকেট সভায় প্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচনে কোনো আসনেই কখনো পরাজিত হননি খালেদা জিয়া
  • ২৯ ডিসেম্বর ২০২৫